কার্তিকের স্বপ্ন সত্যি হয়েছে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কার্তিকের কাছে পান্তই ভারতের সবচেয়ে সফল উইকেটকিপার ব্যাটার

২২ জুন ২৫
ইংল্যান্ডে পান্তের সেঞ্চুরি সংখ্যা এখন তিনটা, ফাইল ছবি

ক্রিকেটে টেকনিক কিংবা ফর্মের মতোই গুরুত্বপূর্ণ ফিটনেস। আর ফিটনেসের সঙ্গে বয়সের সম্পর্কটা বেশ গভীর। মূলত এ কারণেই ক্রিকেটারদের বয়স ত্রিশের কোটা পার হওয়ার পরই ক্যারিয়ারে ভাটা পড়তে শুরু করে। অথচ একজন ক্রিকেটার ৩৭ বছর বয়সে এসে দীর্ঘ বিরতির পর আবারও দলে ফিরলেন। দ্বিপাক্ষিক সিরিজে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করলেন, তিনি ফুরিয়ে যাননি। এরপর স্বপ্ন দেখতে শুরু করলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার। এবার সেই স্বপ্নও পূরণ হয়েছে দীনেশ কার্তিকের।


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্ব আসরের জন্য সোমবার (১২ সেপ্টেম্বর) ১৫ সদস্যের দল দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের এই বিশ্বকাপ মিশনে জায়গা পেয়েছেন কার্তিক।


promotional_ad

অবশ্য সদ্য সমাপ্ত এশিয়া কাপেও দলে ছিলেন কার্তিক। তবে এই টুর্নামেন্টে খুব বেশি ম্যাচ খেলার সু্যোগ পাননি তিনি। মূলত দলের আরেক নিয়মিত উইকেটকিপার ঋষভ পান্তের উপরই ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। এক ম্যাচে একাদশে থাকলেও ব্যাটিংয়ে খুব বেশি সময় পাননি।


আরো পড়ুন

ইংল্যান্ড সিরিজ শেষ নীতিশ-আর্শদীপের

২ ঘন্টা আগে
নীতিশ কুমার রেড্ডি (বামে) ও আর্শদীপ সিং (ডানে), ফাইল ফটো

এশিয়া কাপে কার্তিককে ভালোভাবে পরখ করতে না পারলেও বিশ্বকাপে তার উপর আস্থা রাখছে ভারতের টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পর কার্তিক টুইটারে লিখেছেন, 'স্বপ্ন সত্যি হয়।'


মূলত সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) থেকেই নতুন এক কার্তিককে দেখে ক্রিকেট দুনিয়া। ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিনিশার হিসেবে দুর্দান্ত পারফর্ম করেছেন ডানহাতি এই ব্যাটার। বেঙ্গালুরুর জার্সিতে ৫৫ গড়ে ৩৩০ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটার। যেখানে তার স্ট্রাইক রেটটা চোখে পড়ার মতো। আইপিএলের এবারের আসরে ব্যাটিং করেছেন ১৮৩.৩৩ স্ট্রাইক রেটে।


এরপর ভারতের কার্সিতে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেন। এই সিরিজেই নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের অভিষেক হাফ সেঞ্চুরির পেয়েছেন তিনি। তার এমন সাম্প্রতিক ফর্ম বিবেচনা করেই এশিয়া কাপের পর বিশ্বকাপেও সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball