‘তাহলে কি আমি দলের বাইরে বসে থাকবো?'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রাহুলকে দ্রুত ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিতে চায় ইংল্যান্ড

১৪ জুলাই ২৫
লোকেশ রাহুল ও বেন স্টোকস

ফরিদ আহমেদকে মারা পুল শটটা ডিপ মিড উইকেটের উপর দিয়ে সীমানার ওপারে গিয়ে পড়লো। আর তাতে প্রায় তিন বছর পর তিন অঙ্কের ম্যাজিক ফিগারে বিরাট কোহলি। দীর্ঘ প্রতিক্ষার পর টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে সেই সেঞ্চুরি খরা কাটালেন কিং কোহলি। সেটাও ওপেনিংয়ে নেমে। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লোকেশ রাহুলের কাছে প্রশ্ন ছিল, তাহলে কি ওপেনার হিসেবেই টি-টোয়েন্টিতে দেখা যাবে কোহলিকে? এমন প্রশ্নে মোটেও সন্তুষ্ট হতে পারেননি রাহুল।


সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ভারতের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। দলের ১০১ রানের জয়ের পর তাকেই আসতে হয় সংবাদ সম্মেলনে। এই ম্যাচে বিশ্রামে থাকা অধিনায়ক রোহিত শর্মার জায়গায় রাহুলের সঙ্গে ওপেনিং করেন কোহলি।


promotional_ad

আও ওপেনিংয়ে নেমে ৬১ বলে নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ ১২২ রান করেন কোহলি। ৪১ বলে ৬২ রান করা রাহুলের সঙ্গে ১১৯ রানের উদ্বোধনী জুটি ছিল তার। ওপেনিংয়ে তাদের এই রসায়ন নিয়মিত দেখা যাবে কি না এমন প্রশ্নই করা হয়েছিল রাহুলকে।


আরো পড়ুন

৮ বছর পর টেস্ট দলে ডসন

৫ ঘন্টা আগে
ইংল্যান্ডের হয়ে অনুশীলনে লিয়াম ডসন

সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে রাহুল বলেন, ‘তাহলে কি আমি দলের বাইরে বসে থাকবো?’ রাহুলের মতে, কোহলির ছন্দ ফিরে পাওয়া দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তিনি তিন নম্বরেও ভালো ব্যাট করতে পারেন।


ক্রিকেট মাঠে প্রতিপক্ষের ভালো চায় না কেউই, নবিও তেমনটাই করেছেন। তবে দীর্ঘ প্রতিক্ষার পর কোহলি সেঞ্চুরি পাওয়ায় খুশি হয়েছেন প্রতিপক্ষ দলের অধিনায়কও। নবির মতে, কোহলি যেভাবে ব্যাটিং করেছে সেঞ্চুরিটা তার প্রাপ্য ছিল।


ম্যাচ শেষে আফগানিস্তান অধিনায়ক বলেন, ‘অবশ্যই বিরাটের রান দলের জন্য বিশাল পাওয়া এবং আজ আফগানিস্তানের বিপক্ষে সে যেভাবে খেললো, আমি জানি সে এভাবে ব্যাট করে খুশি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball