বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারে বাংলাদেশ: সুজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

১৬ মার্চ ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

টি-টোয়েন্টিতে লম্বা সময় ধরেই ‍ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যেন কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না ক্রিকেটাররা। সম্প্রতি ব্যর্থ এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে সাকিব আল হাসানের দল। টাইগারদের পরবর্তী অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ। তবে এই টুর্নামেন্টকে মূলত বিশ্বকাপ টি-টোয়েন্টির প্রস্তুতি হিসেবেই নিচ্ছে দলগুলো। তাইতো অস্ট্রেলিয়া বিশ্বকাপেই নজর রাখছেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের টিম ডিরেক্টরের মতে, এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে বাংলাদেশ।


চলমান এশিয়া কাপে বাংলাদেশ যে দল নিয়ে খেলেছে, ক্রিকেটারদের ম্যাচ সংখ্যার বিচারে সেই দল টুর্নামেন্টের সবচেয়ে অভিজ্ঞ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কমপক্ষে ১০০ ম্যাচ খেলেছেন, এবারের এশিয়া কাপে এমন ক্রিকেটারের সংখ্যা মাত্র ৫ জন। এর মধ্যে বাংলাদেশেরই ৩ জন।


promotional_ad

অথচ আইসিসির সহযোগী দেশ হংকংকে বাদ দিয়ে পারফরম্যান্স বিবেচনা করলে তলানিতে থাকবে বাংলাদেশ। গ্রুপ পর্বে দুই ম্যাচের দুটিতেই হেরে ইতোমধ্যেই বিদায় নিয়েছে সাকিবের দল। এমন বাজে পারফরম্যান্সের পরও তাদের ওপর আস্থা রাখছেন সুজন।


আরো পড়ুন

ঢাকায় বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের

৩ ঘন্টা আগে
হাসান আলী, শাদাব খান, নাসিম শাহ ও আজহার আলী

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য টি-টোয়েন্টিতে উন্নতি করছি কি না। ছেলেদের মাথায় এই ফরম্যাটটা ছড়িয়ে দিতে চাই। অনেকে আমাদের তাচ্ছিল্য করে এই ফরম্যাটের কারণে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে অবশ্যই ভালো করার। আমি নিজে পজিটিভ মানুষ, তাই পজিটিভ থাকার চেষ্টা করি সবসময়। আমি মনে করি বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি আমরা, যদিও সে রাস্তাটা মোটেও সহজ হবে না। হয়তো ৬ মাস কিংবা ১ বছর সময় লাগবে।’


ত্রিদেশীয় সিরিজে টাইগারদের খেলতে হবে ভয়ডরহীনভাবে, সেজন্য যদি প্রথম বলেও আউট হতে হয় তাহলেও কোন সমস্যা দেখছেন না সুজন। তার চাওয়া সবাই স্বাধীনতা নিয়ে খেলুক এবং আগ্রাসী ক্রিকেটাই খেলুক। যেটা টি-টোয়েন্টি ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ।


সুজন বলেন, ‘আমি চাই ব্যাটাররা সাহসিকতা নিয়ে খেলুক। এই ফরম্যাটের জন্য স্বাধীনতা নিয়ে আগ্রাসী ক্রিকেটটাই খেলতে চাই আমরা। আর এমনভাবে খেলার সময় প্রথম বলে আউট হতেই পারে ব্যাটার, যদিও সেটার কোন সমস্যা দেখছি না আমি। এটা করতে গিয়ে বিশ্বকাপে এবং নিউজিল্যান্ডে এমনও হতে পারে আমরা এক-দুইটা ম্যাচেও জিততে পারবো না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball