প্রতি বলেই মারার চিন্তা ছিল নাওয়াজের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মাঠে যেন ১১ জন বনাম ২ জন খেলছিল: ব্রুক

১২ ঘন্টা আগে
ইংল্যান্ড দল, ফাইল ফটো

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহাম্মদ নাওয়াজের ২০ বলে ৪২ রানের অসাধারণ এক ইনিংসে ভারতকে হারায় পাকিস্তান। সবসময় ৭-৮ এ ব্যাটিংয়ে নামা নাওয়াজ এ দিন নামেন চার নম্বরে। ম্যাচ সেরার পুরস্কার হাতে তিনি জানিয়েছেন, সব বলেই মারার পরিকল্পনা নিয়ে খেলেন তিনি।


পাকিস্তানকে লেগ স্পিনার ফাঁদে ফেলার চেষ্টায় ছিল ভারতীয়রা। মাঝের সময়টায় যুবেন্দ্র চাহাল এবং রবি বিষ্ণই যখন বোলিং করতে থাকেন তখনই আউট হন ফখর জামান। দুই উইকেট পড়ার পরই নামিয়ে দেয়া হয় নাওয়াজকে।


promotional_ad

নাওয়াজ এবং মোহাম্মদ রিজওয়ানের তৃতীয় উইকেটে দলের রানের খাতায় যোগ করেন ৪১ বলে ৭৩ রান। ১৮১ তাড়া করার পথে অনেকটাই এগিয়ে যায় পাকিস্তান। এই জুটিতে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় ভারত।


ম্যাচ শেষে নাওয়াজ বলেন, ‘আমাদের ওভারপ্রতি ১০ রান দরকার ছিল। আমি জানতাম প্রতিটা সুযোগ কাজে লাগিয়ে মারতে হবে। চিন্তাটা পরিষ্কার ছিল, জায়গামতো বল পেলে প্রতিটি বলেই মারব। এমন চাপের ম্যাচে চিন্তাটা কাজে লেগেছে।’


মূলত লেগ স্পিনারের বিপক্ষে বাঁহাতি ব্যাটসম্যান খেলাতে চেয়েছিল পাকিস্তান। এ নিয়ে অধিনায়ক বাবর আজম বলেন, ‘আমি আজ ভালো না করতে পারলেও নাওয়াজ ও রিজওয়ানের জুটিটা দারুণ ছিল। নাওয়াজ প্রত্যাশার চেয়েও ভালো করেছে কারণ ওদের দুজন লেগ স্পিনার বল করছিল। আমরা এ সুযোগটাই নিতে চেয়েছিলাম।’


দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে সূর্যকুমার যাদবের উইকেট নিয়েছিলেন নাওয়াজ। আর তাই ৫১ বলে ৭১ রান করা রিজওয়ানকে টপকে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball