আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি
১৪ জুলাই ২৫
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে টি-টোয়েন্টি সংস্করণে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না মুশফিকুর রহিম। এশিয়া কাপেও পারফর্ম করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি মুশফিকের কিপিংও ভুগিয়েছে বাংলাদেশকে। উইকেটের পেছনে ক্যাচ ছাড়া কুশল মেন্ডিস শ্রীলঙ্কাকে জয় এনে দেন।
তাতে সর্বশেষ চার এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলা বাংলাদেশ এবার বাদ পড়েছে গ্রুপ পর্বেই। এমন পারফরম্যান্সের পর গুঞ্জন উঠে, ২০ ওভারের ক্রিকেট ছাড়ছেন মুশফিক। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেন তিনি। তবে ওয়ানডে ও টেস্টের পাশাপাশি বিপিএলসহ দেশের ২০ ওভারের ঘরোয়া ক্রিকেটে খেলে যাবেন মুশফিক। ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

ফেসবুকে মুশফিক লিখেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো ‘
ঢাকায় বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের
৭ ঘন্টা আগে
তিনি আরও লিখেন, ‘আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’
২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুশফিকের। এরপর বাংলাদেশের হয়ে ১০২ টি-টোয়েন্টি খেলেছেন এই উইকেটকিপার ব্যাটার।
যেখানে ১৯.৪৮ গড়ে করেছেন ১৫০০ রান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেঞ্চুরি না থাকলেও ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। উইকেট কিপার হিসেবে ৩২ ক্যাচ নেয়ার পাশাপাশি ৩০টি স্টাম্পিং করেছেন মুশফিক।