অস্ট্রেলিয়ার দুর্গে জিম্বাবুয়ের ইতিহাস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়েনের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

২০ ঘন্টা আগে
মিচেল ওয়েন (বামে) ও ক্যামেরন গ্রিন (ডানে), ফাইল ফটো

বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে টাউন্সভিলেতে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। এটাই অস্ট্রেলিয়ার মাটিতে জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে জয়। ঐতিহাসিক এই জয়ের পরও ২-১ ব্যবধানে সিরিজ হারতে হচ্ছে রোডেশিয়ানদের।


টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া খেলতে পারে মোটে ৩১ ওভার। ১৪১ রানেই অলআউট হয় তারা। একদম শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। অপরপ্রান্ত আগলে রেখে দলের রান বাড়ান কেবল ডেভিড ওয়ার্নার।


অজি এই ওপেনার করেন ১৪টি চার এবং দুটি ছক্কায় ৯৬ বলে ৯৪ রান। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল গ্লেন ম্যাক্সওয়েল (১৯)। তা ছাড়া অ্যারন ফিঞ্চ ৫, স্টিভ স্মিথ ১, অ্যালেক্স ক্যারি ৪ মার্কাস স্টইনিস ৩ এবং ক্যামেরন গ্রিন ৩ রান করেন।


promotional_ad

জিম্বাবুয়ে এ দিন শুরু থেকেই দলগতভাবে অসাধারণ বোলিং করতে থাকে। তবে শেষ দিকে আতঙ্ক ছড়ান রায়ান বার্ল। তিন ওভার করে মাত্র ১০ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। এ ছাড়া ব্র্যাড ইভান্স দুটি এবং রিচার্ড এনগারাভা, ভিক্টর এনাউচি ও শন উইলিয়ামস একটি করে উইকেট নেন।


আরো পড়ুন

জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়ে ফাইনালে সাউথ আফ্রিকা

১৯ ঘন্টা আগে
জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়ে ফাইনালে সাউথ আফ্রিকা, ফাইল ফটো

লক্ষ্য তাড়া করতে নেমে সতর্কভাবেই শুরু করে জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে দলটি তোলে ৩৮ রান। ২৫ বলে ১৯ রান করে ফিরে যান তাকুওয়ানাশে কাইতানো।


এরপর দলীয় ৪৪ রানে দ্বিতীয়, ৪৪ রানেই তৃতীয়, ৬৬ রানে চতুর্থ, ৭৭ রানে পঞ্চম উইকেট হারায় জিম্বাবুয়ে। একে একে ফিরে যান ওয়েসলি মাধেভেরে (২), শন উইলিয়ামস (০) এবং সিকান্দার রাজা (৮)।


আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানিও ফিরে যান ৪৭ বলে ৩৫ রান করে। শেষদিকে ৭২ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংসে জিম্বাবুয়েকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক রেগিস চাকাভা। এছাড়া টনি মুনিওংরা ৪০ বলে ১৭ এবং বার্ল ১৭ বলে ১১ রানের দুটি কার্যকরী ইনিংস খেলেন।


অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন জস হ্যাজেলউড। এ ছাড়া একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, গ্রিন, স্টইনিস এবং অ্যাস্টন অ্যাগার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball