সাউথ আফ্রিকা লিগের নিলামে খালেদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ঢাকায় বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের

৬ ঘন্টা আগে
হাসান আলী, শাদাব খান, নাসিম শাহ ও আজহার আলী

২০২৩ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে সাউথ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট এসএ২০। প্রায় একই সময়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নিজ দেশে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থাকলেও সাউথ আফ্রিকার লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন সৈয়দ খালেদ আহমেদ। 


বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এসএ২০ টুর্নামেন্টের নিলামে নাম দিয়েছেন ডানহাতি এই পেসারের। খালেদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১০ হাজার মার্কিন ডলার। এদিকে ১৮ দেশের মোট ৫৩৩ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। যেখানে সাউথ আফ্রিকার রয়েছেন ২৪৮ জন ক্রিকেটার।


promotional_ad

নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন দুজন। ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেডেন সিলস এবং ওডেন স্মিথের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ১ হাজার ডলার। ৯৮ হাজার ডলারে রয়েছেন ইংল্যান্ডের ইয়ন মরগান, আদিল রশিদ, জেসন রয়, টাইমাল মিলস, ডেভিড উইলি, চামিকা করুনারত্নে এবং জেমস নিশাম। 


আরো পড়ুন

জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়ে ফাইনালে সাউথ আফ্রিকা

১৭ ঘন্টা আগে
জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়ে ফাইনালে সাউথ আফ্রিকা, ফাইল ফটো

৪৯ হাজার ভিত্তিমূল্যে রয়েছেন ৫২ ক্রিকেটার। যে তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রস টেলর। সেখানে সাউথ আফ্রিকারও ১১জন ক্রিকেটার রয়েছেন। এই তালিকায় ডিন এলগার, ডোয়াইন প্রিটোরিয়াস, রাসি ভ্যান ডার ডাসেন, লুঙ্গি এনগিদি, তাবরাইজ শামসির সঙ্গে রয়েছেন টেম্বা বাভুমা।


এদিকে ভারতের যুব দলের সাবেক অধিনায়ক উন্মুখ চাঁদও নাম দিয়েছেন সাউথ আফ্রিকার লিগের নিলামে।  অবসর নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এই ব্যাটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১০ হাজার ডলার। অস্ট্রেলিয়ার বেন ডাঙ্ক এবং জেরম চিনিয়াও নিলামের জন্য নাম লিখিয়েছেন।  


আগামী বছরের জানুয়ারী-ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে এসএটি-টোয়েন্টি লিগের উদ্বোধনী আসর। এই আসরের জন্য নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর। ১৭ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড গড়বে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। নিলাম থেকে ১২ জন করে ক্রিকেটার নেয়ার সু্যোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball