ওয়াসিম জাফরের চোখে মোসাদ্দেকই বাংলাদেশের ‘দীনেশ কার্তিক’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মোসাদ্দেককে ‘সরি’ বলেছেন প্রধান নির্বাচক

৯ জুলাই ২৫
গাজী আশরাফ হোসেন লিপু ও মোসাদ্দেক হোসেন

আফগানিস্তানের পর শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে ইতোমধ্যেই বাদ পড়েছে বাংলাদেশ। এই আসরে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আলো ছড়াতে পেরেছেন কেবল মোসাদ্দেক হোসেন। ওয়াসিম জাফরের মতে, এই এশিয়া কাপে ভারত যেভাবে দীনেশ কার্তিককে খেলাচ্ছে, ঠিক একইভাবে বাংলাদেশও বর্তমানে এবং আগামীতে খেলাবে মোসাদ্দেককে।


আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩১ বলে চারটি চার ও একটি ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন মোসাদ্দেক। বাংলাদেশের সংগ্রহ পৌঁছে যায় ১২৭-এ। লাল-সবুজের দল সেই ম্যাচটি হারে সাত উইকেটের বড় ব্যবধানে।


promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে ৯ বলে চারটি চারে অপরাজিত ২৪ রান করেন মোসাদ্দেক। তার দারুণ ফিনিশিংয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ১৮৩ রানে। যদিও বোলারদের ব্যর্থতায় এই ম্যাচও হারে বাংলাদেশ। এবার হারে দুই উইকেটে।


আরো পড়ুন

কার্তিকের কাছে পান্তই ভারতের সবচেয়ে সফল উইকেটকিপার ব্যাটার

২২ জুন ২৫
ইংল্যান্ডে পান্তের সেঞ্চুরি সংখ্যা এখন তিনটা, ফাইল ছবি

দুই ম্যাচের দুটিতেই সাত নম্বরে নামা মোসাদ্দেককে কি আগামীতে আরও উপরে খেলানো উচিত? এমন এক প্রশ্নের জবাব দিতে গিয়ে কার্তিকের উদাহরণ টেনে আনেন ওয়াসিম জাফর।


ভারতের সাবেক ওপেনার বলেন, 'মনে হয় না। ভারত যেভাবে ফিনিশার হিসেবে দীনেশ কার্তিককে খেলায় আমার মনে হয় বাংলাদেশও কোনো না কোনোভাবে তাকে (মোসাদ্দেক) সেই ভূমিকায় দেখতে চায়। আমার মনে হয়, এই ভূমিকা তাকে বলে দেয়া হয়েছে। তাই আমার মনে হয় তাকে উপরে খেলানো হবে না।'


'উপরে খেলার মতো অনেক ব্যাটার আছে। আপনি চাইবেন নিচের দিকে নেমে কেউ দারুণ সব শট খেলুক বা যাদের পাওয়ার শট খেলার সামর্থ্য আছে তারা সেখানে খেলুক। তো আমার মনে হয় না তারা (টিম ম্যানেজমেন্ট) তাকে উপরে খেলাবে।'


২০১৯ সালেই ভারতের জাতীয় দল থেকে একরকম বাদ পড়েছিলেন কার্তিক। ধরা হচ্ছিল, আর কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না এই উইকেটরক্ষক ব্যাটারকে। কিন্তু আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করে ঠিকই জাতীয় দলে ফিরেন কার্তিক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball