দলে জায়গা হারানোর ভয় থাকলে পারফর্ম করা যায় না: সুজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

১৬ মার্চ ২৫
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হলে দক্ষতার পাশাপাশি আত্মবিশ্বাসও অনেক গুরুত্বপূর্ণ। কারণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস এবং মানসিক অবস্থা মাঠের ক্রিকেটে বড় ভূমিকা রাখে। কিন্তু যখন একজন ক্রিকেটার দলে নিজের জায়গা নিয়ে সংশয়ে থাকেন, তখন পারফর্ম করা তার জন্য আরও কঠিন হয়ে পড়ে। এমনটাই ধারণা বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের।


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে এশিয়া কাপের স্কোয়াডে তরুণ পারভেজ হোসেন ইমন যেমন আছেন, তেমনি দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ সাব্বির রহমানকে। তাদের দলে অর্ন্তভুক্তির পেছনে বড় একটি কারণ হচ্ছে, নিয়মিত ক্রিকেটারদের অনিয়মিত পারফরম্যান্স।


বিশেষ করে টপ অর্ডারে বেশ কয়েকজন ক্রিকেটারকে চেষ্টা করেও সমাধান খুঁজে পাচ্ছে না। এখানে চেষ্টা করা হয়েছে একাধিক ক্রিকেটারকে দিয়ে। সর্বশেষ ১৫ টি-টোয়েন্টিতে বাংলাদেশ যতটা ম্যাচ জিতেছে তার চেয়েও বেশ ওপেনারকে একাদশে খেলিয়েছে বাংলাদেশ।


promotional_ad

তারপরও এশিয়া কাপের স্কোয়াডে নিয়মিত ওপেনার মাত্র তিনজন। তাদের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে খেলা নাইম শেখ এবং এনামুল হক বিজয়, এই দুই ওপেনারই ব্যর্থ হয়েছেন। পরের ম্যাচে টিম ম্যানেজমেন্ট হয়তোবা তাদের একাদশে জায়গা নিয়েও ভাবতে পারে।


আরো পড়ুন

ঢাকায় বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের

১২ ঘন্টা আগে
হাসান আলী, শাদাব খান, নাসিম শাহ ও আজহার আলী

শুধুই যে টপ অর্ডার তা কিন্তু নয় মিডল অর্ডার ব্যাটারদের ব্যাটেও রান খরা। কেউ কেউ রান পেলেও সেটা আবার ধীরগতির ইনিংস। যা টি-টোয়েন্টি ক্রিকেটে রীতিমতো আত্মঘাতী। তাই তাদের ব্যাটিং নিয়ে যেমন সমালোচনা হয়, তেমনি দলে তাদের জায়গায় নড়-বড়ে। 


সুজন বলেন, 'আপনার যদি জায়গা হারানোর ভয় থাকে তাহলে আপনি কোনদিনই আন্তর্জাতিক ম্যাচে পারফর্ম করতে পারবেন না। বিশেষ করে এই সংস্করণে (টি-টোয়েন্টি)। টেস্ট ম্যাচে আপনি স্বার্থপর হতে পারেন। আপনি ৩০০ বল খেলে ১০০ করেন, আপনাকে কেউ কিছু বলবে না। তখন সবাই বলবে দারুণ ব্যাটিং করেছে। কিন্তু এই সংস্করণে (টি-টোয়েন্টি) ৩০০ বল খেলে ১০০ করলে তো হবে না। ৩০ স্ট্রাইক রেটে ব্যাটিং করলে তো আমরা জিততে পারবো না খেলায়।'


ক্রিকেটে তিন ফরম্যাটেই ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে খেলতে হয়। টি-টোয়েন্টিতে স্বাভাবকভাবেই আগ্রাসী ক্রিকেট খেলতে হয়। তাই ক্রিকেটারদের মানসিকতা এবং খেলার অ্যাপ্রোচও তেমন হতে হয়। তবে আগ্রাসী মনোভাব নিয়ে টি-টোয়েন্টি খেললেই যে সফলতা পাওয়া যাবে এমনটাও না।


সুজন বলেন, 'এই সংস্করণে আমরা যেটা বলি ফিয়ারলেস খেলার কথা, এই কথাটার মানে হচ্ছে এটাই আমরা যাতে ভয়ডর ছাড়া (ক্রিকেট খেলি)। আমি যদি জায়গা (হারানোর) ভয় পাই, যদি দুই ম্যাচ না খেলি..। আমরা কথা হচ্ছে আপনি যদি ইন্টেন্ট দেখিয়ে আউট হন আমরা এটা গ্রহণ করবো। আমার মনে হয় সবাই এখন ক্রিকেট বুঝে, সবাই বুঝবে। কিন্তু আপনি যদি ইন্টেন্ট না দেখান তাহলে মনে হয় আপনার দলে থাকার যোগ্যতাই নেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball