promotional_ad

ব্যাটিংয়ের গভীরতা আর ফিল্ডিংই দুর্বলতা আফগানিস্তানের!

সংগৃহীত
promotional_ad

|| সৈয়দ সামি, দুবাই থেকে ||


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

২৭ ফেব্রুয়ারি ২৫
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেরদিন আফগানিস্তানের অনুশীলন সূচি অনুযায়ী শেষ হয়ে গেছে আধা ঘণ্টা আগেই। সেই সময় কোচ জোনাথন ট্রটকে নিয়ে একাই ব্যাটিং অনুশীলনে ব্যস্ত রহমানউল্লাহ গুরবাজ। দুদিন আগেই শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে চনমনে মেজাজে আফগানিস্তান।


যদিও বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি গুরুত্ব সহকারেই নিয়েছে আফগানরা। প্রথম ম্যাচেই জয়ের পর দ্বিতীয় রাউন্ডে আফগানিস্তানের খেলা এখন সময়ের ব্যাপার। বাংলাদেশকে হারিয়ে দিতে পারলে হিসেব-নিকাশের মারপ্যাচে যেতে হবে না তাদের। 


শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ওপেনিং জুটিতেই আফগানিস্তান তুলেছিল ৬ ওভারে ৮৩ রান। হজরতউল্লাহ জাজাই ও গুরবাজের বিস্ফোরক জুটি পার্থক্য গড়ে দিয়েছিল। বাংলাদেশের বিপক্ষেও ঝড় তুলতে চাইবেন তারা। তবে দ্রুত আফগানিস্তানের টপ অর্ডারকে সাজঘরে ফেরাতে পারলে ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষেই আসতে পারে।



promotional_ad

পরিসংখ্যান অনুযায়ী চলতি বছর আফগানিস্তানের সবচেয়ে সফল ব্যাটার নাজিবউল্লাহ জাদরান। এই বাঁহাতির ব্যাট থেকে এসেছে ২৫৭ রান। এরপর দ্বিতীয় স্থানে আছেন জাজাই। তিনি করেছেন ২৪২ রান। নাজিবউল্লাহ ১১ ম্যাচ খেললেও জাজাই ম্যাচ খেলেছেন ৯টি।


আরো পড়ুন

সিমন্স-মুশতাকের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি বাড়াচ্ছে বিসিবি

৯ ঘন্টা আগে
ফিল সিমন্স ও মুশতাক আহমেদ, বিসিবি

এই দুই ব্যাটার ছাড়া চলতি বছর ৩০ এর বেশি গড় আছে কেবল উসমান গনির। দারুণ ফর্মে থাকলে গনিকে ছাড়াই এশিয়া কাপে এসেছে আফগানরা। চলতি বছর সর্বোচ্চ দুটি হাফ সেঞ্চুরি পেয়েছেন নাজিবউল্লাহ। একটি করে হাফ সেঞ্চুরি আছে জাজাই, গুরবাজ ও গনির নামের পাশে।


এই চারজন বাদে বাকিদের ব্যাট হাতে পারফরম্যান্স গড়পড়তা। এমন ব্যাটিং লাইন আপ নিয়ে এক দুই ম্যাচে জয় পেলেও পুরো টুর্নামেন্ট জুড়ে দাপট দেখানোটা কঠিনই হবে আফগানদের জন্য। সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজেও দুর্বল ব্যাটিং লাইন আপের কারণে ভুগতে হয়েছে আফগানদের।


৫ ম্যাচের সিরিজে একশোর বেশি রান করেছেন কেবল তিনজন নাজিবউল্লাহ, গুরবাজ আর গনি। বাংলাদেশের বিপক্ষে তাই গুরবাজ, নাজিবউল্লাহরা জ্বলে উঠতে না পারলে বড় সংগ্রহ দাঁড় করানো বা বড় সংগ্রহ তাড়া করা কঠিন হয়ে যাবে। তাদের ভাবনার কারণ হতে পারে ফিল্ডিংও।



বাংলাদেশ ম্যাচের আগে আইসিসির একাডেমী মাঠে লম্বা সময় ফিল্ডিং অনুশীলন করেছে আফগানিস্তান। তবে কেউই ফিল্ডিং দিয়ে মন ভরাতে পারেননি কোচদের। একের পর এক ক্যাচ মিস করেছেন হাসমতউল্লাহ শহীদি, গুরবাজ, রহমত শাহরা। গ্রাউন্ড ফিল্ডিংয়ের অনুশীলনও ছিল হতশ্রী। 


অনুশীলনে না পারলেও মূল ম্যাচে নিজেদের এই সমস্যা নিশ্চিতভাবেই কাটিয়ে উঠতে চাইবে আফগানিস্তান। সেই সঙ্গে শারজাহর স্পিন বান্ধব উইকেটে রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবিদের বল হাতেও অবদান রাখতে হবে। তাহলেই কেবল বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া সম্ভব হবে তাদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball