ব্রড-অ্যান্ডারসনের সামনে দাঁড়াতেই পারলেন না এলগার-মার্করামরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দ্য হান্ড্রেডে ম্যানচেস্টারের হয়ে খেলবেন অ্যান্ডারসন

১৬ জুলাই ২৫
ফাইল ছবি

পেস বান্ধব কন্ডিশনে বাড়তি বাউন্সের সঙ্গে সুইং আদায় করে নিলেন জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রড। তাতেই অভিজ্ঞ দুই পেসারের আগুনে বোলিংয়ে পুড়ল সাউথ আফ্রিকার ব্যাটিং। লর্ডসে দাপট দেখানো ডিন এলগারের দল গুঁড়িয়ে পড়ল ব্রড-অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিংয়ে। দেড়শ পেরিয়ে যাওয়া সাউথ আফ্রিকাকে জবাব দিতে নেমে ব্যাট হাতে ইংলিশরাও ছিলেন আসা যাওয়ার মিছিলে। ওলি পোপ-জো রুটদের দ্রুত বিদায়ের দিনে শেষ বিকেলে ইংল্যান্ডকে পথ দেখালেন জনি বেয়ারস্টো ও জ্যাক ক্রলি। ৩ উইকেটে ১১১ রান তোলা ইংংল্যান্ড পিছিয়ে এখনও ৪০ রানে।


ম্যানচেস্টারে দিনের শুরুতেই সাউথ আফ্রিকাকে বেসামাল করে দেন অ্যান্ডারসন। ইনিংসের পঞ্চম ওভারে সারেল এরউইকে দারুণ এক ইনসুইং ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান অভিজ্ঞ এই পেসার। আউট হওয়ার পরও নো বলে বেঁচে গেলেও বেশি সময় টিকতে পারেননি এলগার। 


promotional_ad

সাউথ আফ্রিকার অধিনায়ককে নিজের শিকার বানান ব্রড। ১২ রান করা এলগারের পর কিগান পিটারসেনকেও আউট করেন ডানহাতি এই পেসার। স্লিপে দাঁড়িয়ে থাকা রুটের হাতে সহজ ক্যাচ দেন পিটারসেন। সহজ ক্যাচ লুফে নিলে ২১ রানে ফিরে যেতে হয় তরুণ এই ব্যাটারকে। থিতু হওয়ার চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি এইডেন মার্করাম। 


আরো পড়ুন

‘গিলকে থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন আর্চার’

৮ জুলাই ২৫
ফাইল ছবি

বেন স্টোকসের বলে উড়িয়ে মারতে গিয়ে বেন ফোকসকে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটার। ১৪ রান করা মার্করাম আউট হওয়ার কয়েক বল বলই সাজঘরের পথে হেঁটেছেন রাসি ভ্যান ডার ডাসেন। স্টোকসের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়া ডাসেনের ব্যাট থেকে এসেছে ১৬ রান। থিতু হতে যাওয়া কাইল ভেরেইনে ইনিংস বড় করতে দেননি ব্রড।


২১ রান করা উইকেটকিপার ব্যাটারকে ফোকসের গ্লাভসে ক্যাচ বানিয়ে আউট করেছেন অভিজ্ঞ এই পেসার। শেষ দিকে কাগিসো রাবাদা ছাড়া আর কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। ৩৬ রান করা রাবাদা ফিরলে ১৫১ রানে অল আউট হয় সাউথ আফ্রিকা। প্রথম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ১০০ টেস্ট খেলা অ্যান্ডারসন তিনটি, ব্রড তিনটি এবং স্টোকস দুটি উইকেট নিয়েছেন।


সাউথ আফ্রিকার ১৫১ রানের জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে লুঙ্গি এনগিদির দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালেক্স লিস। ভালো শুরু করলেও ২৩ রানের বেশি করতে পারেননি তিনে নামা পোপ। অ্যানরিখ নরকিয়ার গতির কাছে পরাস্ত হয়ে বোল্ড হন ডানহাতি এই ব্যাটার। 


দুর্দান্ত ছন্দে থাকা জোট রুট ফিরেছেন মাত্র ৯ রানে। এরপর অবশ্য ইংল্যান্ডকে আর কোনো উইকেট হারাতে দেননি বেয়ারস্টো ও ক্রলি। প্রোটিয়া বোলারদের ওপর দাপট দেখিয়ে শেষ বিকেলে ইংলিশদের পথ দেখিয়েছেন তারা দুজন। প্রথম দিন শেষে ৩৮ রানে বেয়ারস্টো এবং ১৭ রানে ক্রলি অপরাজিত আছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball