পাকিস্তানের বিপক্ষেই কোহলির সমালোচকদের মুখে তালা লাগবে!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মাঠে যেন ১১ জন বনাম ২ জন খেলছিল: ব্রুক

৯ ঘন্টা আগে
ইংল্যান্ড দল, ফাইল ফটো

হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে... প্রবাদটির সঙ্গে বিরাট কোহলি অবশ্যই একমত হবেন। ২০১৯ সালের বাংলাদেশ সিরিজের পর থেকে সেঞ্চুরিহীন এই ব্যাটারকে নিয়ে কতই না আলোচনা-সমালোচনা চলছে। অথচ ২০১৯ সালের নভেম্বর থেকে এই অব্দি ৩ ফরম্যাটে এই ক্রিকেটারের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা।


হাজার দিনেরও বেশি সময় সেঞ্চুরির খোঁজে থাকা কোহলি এই সময়ে রান ৭৯ ইনিংসে করেছেন প্রায় ২৬০০ রান। ৩৫.৪৭ গড়ে হাঁকিয়েছেন ২৪টি হাফ সেঞ্চুরি। আলাদা করে টি-টোয়েন্টি ফরম্যাটের পরিসংখ্যান বাকি দুটির তুলনায় তুলনায় আরও ভালো। ২৭ ম্যাচে ১৪৫ স্ট্রাইক রেটে ৮ হাফ সেঞ্চুরিতে করেছেন প্রায় ৯০০ রান।


promotional_ad

এমন ফর্ম থাকার পরও কোহলিকে নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমনকি স্কোয়াড থেকে বাদ দেয়ারও আলোচনা উঠেছিল। তবে ভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী মনে করছেন, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে কোহলি হাফ সেঞ্চুরি হাঁকালেই সমালোচকদের মুখে তালা লেগে যাবে।


২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। আর এই ম্যাচে কোহলি যদি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বসেন তাহলে সব দৃশ্যপট পাল্টে যাবে বলে দাবি করছেন শাস্ত্রী। এছাড়া ভারতের সাবেক ক্রিকেটার আরও মনে করেন, একটা ইনিংসই দূর করে দিতে পারে কোহলির বাজে সময়।


স্টার স্পোর্টসকে শাস্ত্রী বলেন, 'সম্প্রতি আমার কোহলির সঙ্গে কথা হয়নি, তবে বড় ক্রিকেটাররা সঠিক সময় জেগে ওঠে। গেল এশিয়া কাপেও সে ভালো করেছে, এরপর হয়ত সম??? একটু খারাপ গিয়েছে। কিন্তু এই সময়টায় সে সব পর্যালোচনা করার সুযোগ পেয়েছে। সে যদি পাকিস্তানের বিপক্ষে একটা হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলে তাহলেই সমালোচকদের মুখে তালা লেগে যাবে।' 


শাস্ত্রী আরও মনে করছেন, পেছনে যা হয়েছে তা শুধুই এখন ইতিহাস। তিনি বলেন, 'একটা ইনিংসই বদলে দিতে পারে দৃশ্যপট, জাগিয়ে তুলতে পারে ক্ষুধার্ত কোহলিকে।  পেছনে কি হয়েছে তা এখন ইতিহাস। মানুষের স্মৃতিশক্তি এতোটাও ভালো নয় যে সব মনে রাখবে। কোহলির চেয়ে ফিট কোন ক্রিকেটার ভারতীয় দলে নেই। সে মেশিন, যদি সে মানসিকভাবে নিজেকে ঠিক করে ফেলতে পারে তাহলে একটা ইনিংসই ওকে ফর্মে ফেরাবে'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball