সিরিজ হারের পর শাস্তিও পেল ক্যারিবিয়ানরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েনের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার
২১ জুলাই ২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে ৫ উইকেটে হারে ওয়েস্ট ইন্ডিজ। একইসঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও হারে তারা। শেষ ম্যাচ হারের পর স্লো ওভার রেটের কারণে জরিমানাও গুনতে হচ্ছে দলটির ক্রিকেটারদের।
২২ আগস্ট সকালে শেষ হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির বিধান অনুযায়ী, স্লো ওভার রেটের জন্য প্রতি ওভারের ক্ষেত্রে কোনো দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ কর্তন করা হয়।

যেহেতু দুই ওভার কম করে ক্যারিবিয়ানরা, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের ম্যাচ ফি'র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই ম্যাচের রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি দেন। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান দায় স্বীকার করে শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।
জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরলেন রাজা-কারান
১২ ঘন্টা আগে
ঘরের মাঠের এই ওয়ানডে সিরিজ হারের মধ্যে দিয়ে চলতি বিশ্বকাপ সুপার লিগ শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। এটা ছিল ক্যারিবিয়ানদের জন্য এক বিভীষিকাময় পথচলা। ২৪ ম্যাচে তাদের জয় মোটে ৯টি। এরফলে ৯০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে তারা।
তাদের নিচে থাকা ছয় দলের মধ্যে পাঁচ দলের সামনেই রয়েছে ৯০ এর বেশি পয়েন্ট পাওয়ার সুযোগ। সুপার লিগ থেকে শীর্ষ আট দল পাবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট। তাই সরাসরি বিশ্বকাপ খেলতে এখন অন্য দলগুলোর উপর চোখ রাখতে হবে ক্যারিবিয়ায়নদের।