২০২৩ বিশ্বকাপে চোখ ডমিঙ্গোর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএলে রিশাদ-শাহীন আফ্রিদিদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
২৯ মার্চ ২৫
বাংলাদেশের টি-টোয়েন্টি হেড কোচের পদে আর থাকছেন না রাসেল ডমিঙ্গো। এখন থেকে ওয়ানডে এবং টেস্ট সংস্করণে বাংলাদেশের হেড কোচ হিসেবে থাকবেন তিনি। টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক বিদায়ের দিনে ডমিঙ্গো জানিয়েছেন পরবর্তী লক্ষ্যের কথা।
ভারতে অনুষ্ঠেয় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পুরোদমে নজর রাখতে চান এই দক্ষিণ আফ্রিকান। এ ছাড়া উন্নতি করতে চান টেস্ট ক্রিকেটেও।

ডমিঙ্গো বলেন, 'আমি খুব খোলা মনের। এটা শুধু আমার একার দল নয়। কিংবা আমাকে নিয়েই সব, এমন কিছু নয়। যেভাবে দলের উন্নতি সম্ভব বলে নীতিনির্ধারকেরা মনে করছেন সেভাবেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাদের সেই সিদ্ধান্তকে সমর্থন করছি। এটা আমাকে আরও সুযোগ দিচ্ছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার, পঞ্চাশ ওভারের বিশ্বকাপ সামনে আসছে। আমাদের টেস্ট ক্রিকেটেও অনেক কাজ বাকি।’
নাকভির সঙ্গে সিরিজ বাড়ানো নিয়ে কথা বলবেন বুলবুল
৫৭ মিনিট আগে
'আমি মনে করি, ২০২৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে। আমাদের এক গ্রুপ দারুণ ক্রিকেটার আছে। দলও দারুণ খেলছে। সবকিছু মিলিয়ে ২০২৩ সালের বিশ্বকাপ নিয়ে যদি আমরা এখন থেকেই পরিকল্পনা করতে পারি, তাহলে দারুণ কিছুই হবে।'
এদিকে টি-টোয়েন্টি সংস্করণ থেকে নিজের এমন বিদায়কেও বেশ ইতিবাচকভাবে দেখছেন ডমিঙ্গো। তার মতে, আইসিসির ফিউচার ট্যুর পোগ্রামের (এফটিপি) ব্যস্ত সূচির ভিড়ে পরিবারকে সময় দেয়ার মতো যথেষ্ট ছুটিও দরকার তার।
'আমি মনে করি এটা দারুণ একটি পরিকল্পনা। এটা আমাকে টেস্ট এবং ৫০ ওভারের ম্যাচে আরও বেশি লক্ষ্য রাখতে সাহায্য করবে। টি-টোয়েন্টিতে আমরা দারুণ কিছু ফলাফল করেছি, আবার বাজে ফলাফলও পেয়েছি।'
'পাশাপাশি আমাদের পরিবার নিয়েও কিছুটা সময় কাটাতে পারবো। গত বছরের জানুয়ারি থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত মাত্র পাঁচ সপ্তাহ পরিবারকে সময় দিতে পেরেছি। পরিবারকে ছাড়া থাকাটা খুব কঠিন। পরিবারকে সময় দেয়া আমার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে আমি যেকোনো সিরিজে খুব সতেজভাবে দলের সঙ্গে যোগ দিতে পারব।'