এমন হতে পারে, পাপন ভাই আমাকে চাপে রাখে: সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নেতৃত্ব হারানোর ম্যাচে ব্যাটিংয়ে আবারও ব্যর্থ সাকিব
১৫ ঘন্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিব আল হাসানকে এই ফরম্যাটের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সভাপতি নাজমুল হাসান পাপনের চাওয়ায় তৃতীয় মেয়াদে এই ফরম্যাটের দায়িত্ব দিয়েছেন তিনি।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে মোট ২১টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এবার এশিয়া কাপ দিয়ে আবারও বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে উঠেছে তার। কিন্তু কিন্তু প্রশ্ন থেকে যায়, এই গুরুদায়িত্ব কাঁধে নিতে তার আগ্রহ ছিল কতটা?

সংযুক্ত আরব আমিরাতের এশিয়া কাপে অংশ নিতে মঙ্গলবার বাংলাদেশ দল উড়াল দেবে। তার আগে সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন সাকিব। সেখানে নেতৃত্ব নিয়ে একাধিক প্রশ্ন শুনেছেন। যার বেশিরভাগ উত্তরই মজার ছলে দিয়েছেন এই ক্রিকেটার।
নাকভির সঙ্গে সিরিজ বাড়ানো নিয়ে কথা বলবেন বুলবুল
৪৭ মিনিট আগে
শুরুতে অধিনায়ক নির্বাচন করার কারণ জানতে চ??ইলে হাসিমুখে সাকিব উত্তর দিয়েছেন, ‘এমন হতে পারে, পাপন ভাই (নাজমুল হাসান) আমাকে চাপে রাখে। এটা (অধিনায়কত্ব) দিয়ে একটা চাপে রাখার সুযোগ থাকে।’
শুরুতে মজা করলেও কারণটা সাকিব ঠিকই জানিয়েছেন, ‘আমার কাছে মনে হয় যেহেতু জায়গাগুলো (অধিনায়কত্ব) চ্যালেঞ্জিং এবং সেই জায়গাগুলোতে আমি বোর্ডের কাছে সেরা অপশন। হয়তো এ কারণে আমাকে নির্বাচন করা হয়েছে।’
তৃতীয় মেয়াদে এই দায়িত্ব নিতে সাকিব কতখানি আগ্রহী ছিলেন, এর উত্তরে এই অলরাউন্ডার বলেন, ‘কঠিন প্রশ্ন… আমি জানি না কতটুকু (আগ্রহ ছিল), তবে এখন আমি অনেক অনুপ্রাণিত। আমি চেষ্টা করবো আমার যে অভিজ্ঞতা আছে, সেটা দিয়ে চেষ্টা করবো যতটুকু দলের ভালো করা যায়।’