ফেরার আগেই ছিটকে গেলেন হেটমায়ার, নেই মোতি-পলও

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হেটমায়ার ঝড়ে জিএসএলের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ গায়ানা

১৭ জুলাই ২৫
শিমরন হেটমায়ার ১০ বলে ৩৯ রান করেন, ফাইল ফটো

ফিটনেসের সমস্যা কাটিয়ে বছরখানেক পর ওয়ানডে দলে ফিরেছিলেন শিমরন হেটমায়ার। তবে মাঠের ক্রিকেটে ফেরার আগেই নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন বাঁহাতি এই ব্যাটার। হেটমায়ারের সঙ্গে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে থেকে ছিটকে গেলেন কিমো পল এবং ‍গুডাকেশ মোতি।


সর্বশেষ গত বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেলেছেন বাঁহাতি এই ব্যাটার। মূলত ফিটনেস সমস্যার কারণে ছিটকে যান হেটমায়ার। ফলে খেলা হয়নি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপও। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ফেরা হেটমায়ারের খেলার কথা ছিল কিউইদের বিপক্ষে ওয়ানডেতেও। 


promotional_ad

পারিবারিক দায়বদ্ধতার কারণে এখনই ওয়ানডে খেলা হচ্ছে না হেটমায়ারের। এদিকে চোটের কারণে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার পল। আঙুলের চোটে পড়ে সর্বশেষ ভারত সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়লেও কিউইদের বিপক্ষে ছিলেন মোতি। 


ফিটনেস প্রমাণ সাপেক্ষে বাঁহাতি এই স্পিনারকে দলে রাখা হলেও সময়মতো সেরে না ওঠায় কিউইদের বিপক্ষে খেলা হচ্ছে  না তার। তিন ক্রিকেটার ছিটকে গেলেও বিকল্প হিসেবে দুজনকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লম্বা সময় পর ওয়ানডে দলে ফিরেছেন জার্মেইন ব্ল্যাকউড। 


সর্বশেষ ২০১৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে খেলেছিলেন ডানহাতি এই ব্যাটার। সেই সিরিজে খেলা দুটি ওয়ানডেই তার ৫০ ওভারের ক্রিকেট আটকে ছিল। অবশেষে বছর সাতেক পর ফিরলেন তিনি। এদিকে কদিন আগে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে টেস্ট খেলা লেগ স্পিনিং অলরাউন্ডার ইয়ানিক কারাইয়াহকেও দলে নেয়া হয়েছে।


ওয়েস্ট ইন্ডিজ: নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, কেসি কার্টি, জার্মেইন ব্ল্যাকউড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার এবং ইয়ানিক কারাইয়াহ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball