রশিদের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজে সমতা ফেরালো আফগানিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
১৮ জুলাই ২৫
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি আয়ারল্যান্ডের কাছে পাত্তা পায়নি আফগানিস্তান। দুই ম্যাচেই বড় জয়ে সিরিজ জয়ের খুব কাছাকাছি ছিল আইরিশরা। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে ২২ রানের জয় দিয়ে ঘুরে দাঁড়ায় আফগানরা। আর গতকাল (সোমবার) চতুর্থ টি-টোয়েন্টিতে ২৭ রানের জয়ে সিরিজেও সমতা ফিরিয়েছে মোহাম্মদ নবির দল।
বৃষ্টির কারণে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টির দৈর্ঘ্য নেমে আসে ১১ ওভারে। অনেকটাই টি-টেন ফরম্যাটের এই ম্যাচে আইরিশদের জয়ের জন্য লক্ষ্য ছিল ১৩৩ রান। এই লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচণা পেয়েছিল আয়ারল্যান্ড। তবে ৫ বলে ১৫ রানের বেশি করতে পারেননি অ্যান্ডি বার্লবির্নি।

আরেক ওপেনার পল স্টার্লিংও ইনিংস লম্বা করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৯ বলে ২০ রান। এরপর লরকেন টাকার এবং হ্যারি টেক্টর দ্রুতই সাজঘরে ফিরে গেছেন। তবে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন জর্জ ডকরেল। তিনি এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৭ বলে ৪১ রানে।
ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে রশিদ-আজমতউল্লাহ
১২ জুন ২৫
তবে ডকরেলকে সঙ্গ দিতে পারেননি আর কেউই। অপর প্রান্তের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। শেষ পর্যন্ত ১১ ওভারের এই ম্যাচে ১০৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এতে আফগানিস্তান জয় পায় ২৭ রানের ব্যবধানে। আফগানদের হয়ে ১৪ রানে ৩ উইকেট শিকার করেছেন ফরিদ আহমেদ।
এর আগে বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানিস্তান। স্কোরবর্ডে ৩৮ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় তারা। এরপর দলের হাল ধরেন নজিবুল্লাহ জাদরান। সাজঘরে ফেরার আগে হাফ সেঞ্চুরি করেছেন এই ব্যাটার।
এদিন দ্রুত আউট হয়েছেন মোহাম্মদ নবি এবং আজমাতুল্লাহ উমরজাই। তবে শেষ দিকে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন রশিদ। ১০ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন তিনি। শেষ পর্যন্ত ১১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে আফগানিস্তান। আইরিশদের হয়ে ৩৩ রানে ৩ উইকেট শিকার করেছেন গ্রেথ ডেলানি।