বড় জয়ে হোয়াইটওয়াশ এড়াল ওয়েস্ট ইন্ডিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মনে হয়েছে এখনই থেমে যাওয়ার সময়: রাসেল

২ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

আগেই সিরিজ জেতা শেষ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের জন্য ছিল ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার মিশন। এই মিশন পণ্ড করে দিল ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটাররা। ব্রেন্ডন কিং, শামারহ ব্রুকস এবং রভম্যান পাওয়েলের দারুণ তিনটি ইনিংসে সহজেই হোয়াইটওয়াশ এড়িয়ে গেল স্বাগতিকরা।


টস জিতে এ দিন আগে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। শুরু থেকেই মেরে খেললেও তাদের অস্বস্তিতে রাখেন আকিল হোসেইন। ক্যারিবিয়ান এই স্পিনার মার্টিন গাপটিলকে (১৫) বোল্ড এবং তিনে নামা মিচেল স্যান্টনারকে (১৩) ফিরিয়েছেন।


দলীয় ৫৭ রানের মধ্যে ডেভন কনওয়ের (২১) উইকেটও হারায় নিউজিল্যান্ড। তারপর ৪৭ রানের জুটি গড়েন কেন উইলিয়ামসন এবং গ্লেন ফিলিপস। ২৭ বলে ২৪ রান করে ফিরে যান উইলিয়ামসন।


promotional_ad

গ্লেন ফিলিপস হাত খুলে খেলতে থাকায় স্কোরবোর্ডে রানের চাকা সচল রাখে নিউজিল্যান্ড। কিন্তু ২৬ বলে ৪১ রান করে ফিলিপস আউট হলে বিপাকে পরে কিউইরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৪৫ রান করে তারা।


আরো পড়ুন

জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরলেন রাজা-কারান

২২ জুলাই ২৫
টেস্ট দলে ফিরলেন সিকান্দার রাজা, ফাইল ফটো

মাঝের সময়টায় নিউজিল্যান্ডের ব্যাটারদের দমিয়ে রাখেন ওডেন স্মিথ। ২৯ রান খরচায় তিন উইকেট নেন তিনি। লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই শতরান তুলে ওয়েস্ট ইন্ডিজ।


১৩.১ ওভারে দলীয় সংগ্রহ যখন ১০২, তখনই ফিরে যান কিং। যাওয়ার আগে চারটি চার এবং তিনটি ছক্কায় ৫৩ রান করেন তিনি। কিং ফেরার পর চটজলদি ফিরে যান ডেভন থমাসও।


তারপর আর কোনও বিপদ ঘটতে দেননি ব্রুকস এবং পাওয়েল। ৫৯ বলে অপরাজিত ৫৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন ব্রুকস। নিয়মিত অধিনায়ক নিকোলাস পুরান ম্যাচটি না খেলায় অধিনায়কের দায়িত্ব পালন করা পাওয়েল করেন ১৫ বলে অপরাজিত ২৭ রান। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি জিতে আট উইকেট এবং এক ওভার হাতে রেখে।


সংক্ষিপ্ত স্কোর-


নিউজিল্যান্ড- ১৪৫/৭ (২০ ওভার) (ফিলিপস ৪১; স্মিথ ৩/২৯, আকিল ২/২৮)।
ওয়েস্ট ইন্ডিজ- ১৫০/২ (১৯ ওভার) (ব্রুকস ৫৬*, কিং ৫৩, পাওয়েল ২৭*; সোধি ১/৩৬)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball