‘হালকাভাবে নেবেন না, আমরা ভারতকে হারাতে পারি’

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরলেন রাজা-কারান

২২ জুলাই ২৫
টেস্ট দলে ফিরলেন সিকান্দার রাজা, ফাইল ফটো

কদিন আগে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে জিম্বাবুয়ে। শিরোপা জেতার পর ঘরের মাঠে বাংলাদেশকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে সিকান্দার রাজা-রেজিস চাকাভারা। বাংলাদেশের বিপক্ষে জেতায় আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে জিম্বাবুয়ে।


টানা দুই সিরিজ জেতা জিম্বাবুয়ের এবারের প্রতিপক্ষ ভারত। বিশ্বের অন্যতম শক্তিশালী দলের সঙ্গে খেলা হলেও ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত তারা। এমনকি সিরিজ শুরুর আগে লোকেশ রাহুলের ভারতকে খানিকটা হুঙ্কার দিয়ে রাখলেন ডেভ হটন। জিম্বাবুয়েকে হালকাভাবে না নেয়ার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধান কোচ।


promotional_ad

এ প্রসঙ্গে হটন বলেন, ‘আমাদের হালকািভাবে নেবেন না, আমরা ভারতকে হারাতে পারি। এখনকার বোলিং এবং ফিল্ডিং আগে আমাদের সময়ের মতো ভালো হয়েছে। তাছাড়া আমাদের কিছু ব্যাটার আছে, যারা সত্যিই ভালো ব্যাটিং করছে।’


তিনি আরও বলেন, ‘ছেলেদের বলেছি ভারতের সফর আমাদের জন্য দারুণ সুযোগ। বিশ্বের সেরা দলের বিরুদ্ধে ভাল রান করতে পারলে বা ভাল ফল করতে পারলে আমাদেরই লাভ। আমরা শুধু ম্যাচ খেলার সংখ্যা বাড়াতে বা কাছ থেকে ভারতের খেলা দেখতে চাই না। ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত আমরা। আমার বিশ্বাস তিনটে ম্যাচেই ছেলেরা ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাবে।’


লম্বা সময় ধরেই বিশ্ব ক্রিকেটে দাপট দেখাচ্ছে ভারত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কল্যাণে এখন একের অধিক দল বানাতে পারে তারা। পূর্ণ শক্তির দল না পাঠালেও ভারতকে সমীহ করছেন জিম্বাবুয়ের প্রধান কোচ। সিরিজটা তাদের জন্য কঠিন হবে বলে স্বীকার করেছেন তিনি।


হটন বলেন, ‘গত কয়েক বছরে ভারতীয় দলের প্রচুর খেলা দেখেছি। আইপিএলও দেখেছি। আমরা জানি ভারত একটা-দুটো নয়, চারটে দল তৈরি করতে পারে। ওরা যে দলই জিম্বাবোয়েতে পাঠাক সেটা শক্তিশালী এবং অভিজ্ঞ। ওরা প্রচুর আন্তর্জাতিক ক্রিকেট খেলে। সন্দেহ নেই আমাদের কাজ কঠিন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball