ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মনে হয়েছে এখনই থেমে যাওয়ার সময়: রাসেল

২ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিলো নিউজিল্যান্ড। কিংস্টনে ৯০ রানের বিশাল ব্যবধানে জিতেছে সফরকারীরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল কেন উইলিয়ামসনের দল।


টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে এ দিন ক্যারিবিয়ানদের ওপর ছড়ি ঘোরাতে থাকেন ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস এবং ড্যারিল মিচেলরা। এই তিন জনের তিনটি বিধ্বংসী ইনিংসে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২১৫ রান তোলে কিউইরা।


উদ্বোধনী জুটিতে ৩১ রান তোলে নিউজিল্যান্ড। ১১ বলে ২০ রান করে মার্টিন গাপটিল ফিরে যাওয়ার দুই বল পর কেন উইলিয়ামসনের (৪) উইকেটও হারায় তারা। এই দুজনকেই বিদায় করেন ওবেদ ম্যাককয়।


promotional_ad

তারপর ৭১ রানের বড় জুটি গড়েন কনওয়ে এবং ফিলিপস। তবে দুর্ভাগ্য কনওয়ের। ৩৪ বলে ৪২ রান তুলে ওডেন স্মিথের বলে লেগ বিফোর উইকেট হয়ে বিদায় নিতে হয়েছে তাকে। ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কার মার।


আরো পড়ুন

জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরলেন রাজা-কারান

২২ জুলাই ২৫
টেস্ট দলে ফিরলেন সিকান্দার রাজা, ফাইল ফটো

কনওয়ে ফেরার পর উইকেটে এসে শুরু থেকেই বোলারদের ওপর চওড়া হন মিচেল। ফিলিপসও এগিয়ে যেতে থাকেন সমানতালে। এই দুজনের জুটিতে কিউইরা তোলে ৮৩ রান। ৪১ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৭৬ রান করেন ফিলিপস।


মিচেলের ব্যাটে আসে দুটি চার এবং চারটি ছক্কায় ২০ বলে ৪৮ রানের ইনিংস। এই দুজন আউট হয়ে গেলেও বড় লক্ষ্যে পৌঁছাতে কোনো বেগ পেতে হয়নি নিউজিল্যান্ডকে।


বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রান তোলে তারা। দলটির হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ১১ নম্বরে ব্যাটিংয়ে নামা ম্যাককয়।


এ ছাড়া রভম্যান পাওয়েল করেন ২১ রান। নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার এবং মাইকেল ব্রেসওয়েল। একটি করে উইকেট নেন টিম সাউদি এবং ইস সোধি।


সংক্ষিপ্ত স্কোর-


নিউজিল্যান্ড- ২১৫/৫ (২০ ওভার) (ফিলিপস ৭৬, মিচেল ৪৮; ম্যাককয় ৩/৪০)।
ওয়েস্ট ইন্ডিজ- ১২৫/৯ (২০ ওভার) (ম্যাককয় ২৩*, পাওয়েল ২১; ব্রেসওয়েল ৩/১৫, স্যান্টনার ৩/১৫)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball