এমআই এমিরেটসের হয়ে খেলবেন পোলার্ড-বোল্টরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আসল সময়েই কোহলির বুদ্ধি খুলে যায়’
২০ জুলাই ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি কিনেছে আরব আমিরাতের নতুন টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। দলটির নামকরণ করা হয়েছে এমআই এমিরেটস। টুর্নামেন্ট শুরুর আগেই ১৪ ক্রিকেটারকে সরাসরি চুক্তিবদ্ধ করার সুযোগ রয়েছে।
সেই সুযোগ কাজে লাগিয়ে ইতোমধ্যে নিজদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তারা দলে ভিড়িয়েছে কাইরন পোলার্ড, ট্রেন্ট বোট, ডুয়াইন ব্রাভো ও ইমরান তাহিরদের। এর মধ্যে পোলার্ড ও বোল্ট মুম্বাইয়ের ঘরের ছেলে।

২০১০ আইপিএলের পর থেকেই মুম্বাইয়ের হয়েই প্রতিটি আসরে খেলেছেন পোলার্ড। ব্যাটে-বলে দলটির অন্যতম ভরসার নামও হয়ে উঠেছেন তিনি। আর ২০২০ আসরে দিল্লি ক্যাপিটালস থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে আসেন বোল্ট। সেই আসরে ২৫ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছিলেন তিনি।
আইএল টি-টোয়েন্টি লিগে দল পেলেন হেলস, লিভিংস্টোনরা
৭ জুলাই ২৫
মুম্বাইয়ের পঞ্চম আইপিএলের শিরোপা জেতানোর পেছনে দারুণ অবদান রেখে ম্যাচ সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। যদিও গত আইপিএলের ঘর বদলে রজস্থান রয়্যালসে চলে যান তিনি। আইএল টি-টোয়েন্টির এবারের আসরকে সামনে রেখে দল বৈচিত্রপূর্ণ দল গঠন করতে পেরে দারুণ আনন্দিত রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি।
এ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘আমি ১৪ জনের বৈচিত্রপূর্ণ দল নিয়ে আনন্দিত যারা আমাদের এক পরিবারের অংশ হবে এবং এমআই এমিরেটসকে প্রতিনিধিত্ব করবে। আমাদের মূল স্তম্ভের একজন কাইরন পোলার্ড এমআই এমিরেটসের সঙ্গে সম্পর্ক ধরে রাখায় আমরা আনন্দিত। ডোয়াইন ব্রাভো, ট্রেন্ট বোল্ট ও নিকোলাস পুরান আবারও আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।’
এমআই এমিরেটস স্কোয়াড: কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, ট্রেন্ট বোল্ট, আন্দ্রে ফ্লেচার, ইমরান তাহির, সামিট প্যাটেল, উইল স্মিড, জর্ডন থম্পসন, নাজিবুল্লাহ জাদরান, জাহির খান, ফজলহক ফারুকি, ব্র্যাডলি হুইল ও ব্যাড ডি লিডি।