পুরস্কারের অর্থ লঙ্কান শিশুদের দান করেছেন কামিন্স-ওয়ার্নাররা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মনে হয়েছে এখনই থেমে যাওয়ার সময়: রাসেল

২ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট

সর্বশেষ শ্রীলঙ্কা সফরের সময় দেশটিতে মানুষের অর্থনৈতিক সংকট কাছ থেকে দেখেছেন অজি ক্রিকেটাররা। সেই সিরিজ চলাকালেই লঙ্কান শিশুদের পাশে দাড়াঁনোর ঘোষণা দিয়েছিলেন প্যাট কামিন্স-ডেভিড ওয়ার্নাররা। এবার সেই সিরিজের পুরস্কার থেকে যে অর্থ পেয়েছে দলটির ক্রিকেটাররা, তা লঙ্কান শিশুদের দান করে দিয়েছেন তারা।


শ্রীলঙ্কা সফর থেকে প্রাপ্ত এই অর্থ ইউনিসেফের মাধ্যমে লঙ্কান শিশুদের নিকট পৌঁছে দেবেন অজি ক্রিকেটাররা।অস্ট্রেলিয়ার সাদা পোশাকের অধিনায়ক কামিন্স ইউনিসেফ অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতও। তাই কামিন্স সহ দলের অভিজ্ঞ ক্রিকেটাররা এমন সিদ্ধান্ত নিয়েছেন। দলের সকল সদস্য মিলে ৪৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার দান করেছেন।


promotional_ad

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি মিররকে প্যাট কামিন্স বলেন, ‘আমরা নিজেরাই দেখেছি শ্রীলঙ্কানরা প্রতিদিন কত সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা চোখের সামনে মানুষকে কষ্ট পেতে দেখেছি।


আরো পড়ুন

‘এত ট্রল সামলে লিটনের ছন্দে ফেরা সহজ ছিল না’

১৭ জুলাই ২৫
টি-টোয়েন্টিতে সিরিজসেরা লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

'তাই আমাদের পুরস্কারের অর্থ ইউনিসেফকে দান করা আমাদের জন্য একটি সঠিক সিদ্ধান্ত ছিল, যারা ৫০ বছরেরও বেশি সময় ধরে শ্রীলঙ্কায় মানুষ ও শিশুদের সাহায্য করে আসছে।’-তিনি আরও যোগ করেন।


অস্ট্রেলিয়া ক্রিকেট দল যে এবারই প্রথম কোনো মানবিক কাজ করছে তা কিন্তু নয়। এর আগে ২০২১ সালে কামিন্স এবং ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ভারতে কোভিড-১৯ সঙ্কটের সময়ে অক্সিজেন সরবরাহের জন্য ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার দান করেছিল।


ইউনিসেফের অস্ট্রেলিয়ার সিইও টনি স্টুয়ার্ট বলেন, ‘গত বছরও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ভারতে কোভিড-১৯ এর সময় মানুষকে সাহায্য করেছিল। এখন যখন শ্রীলঙ্কানরা অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে লড়াই করছে, তখন অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা এগিয়ে এসেছে এবং এই পদক্ষেপ নিয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball