সাকিবসহ আমরা হেরেছি, আবার ওকে ছাড়াও জিতেছি: পাপন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নেতৃত্ব হারানোর ম্যাচে ব্যাটিংয়ে আবারও ব্যর্থ সাকিব

২২ জুলাই ২৫
নেতৃত্ব হারানোর ম্যাচে ব্যাটিংয়ে আবারও ব্যর্থ সাকিব আল হাসান, ফাইল ফটো

বেটিং সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। এই বিতর্কের মাশুল দিতে গিয়ে ক্রিকেট থেকেই সরে যেতে হতে পারে সাকিবকে। দেশের ক্রিকেটে বিশ্বসেরা এই অলরাউন্ডারের অবদান অনস্বীকার্য, তবে নিয়মের উর্ধে গিয়ে সাকিবকে কোনোপ্রকার ছাড় দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বাংলাদেশের আইন অনুযায়ী বেটিং সংক্রান্ত যেকোনো প্রতিষ্ঠানের কার্যক্রম নিষিদ্ধ। মূলত এ কারণেই এই প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে আপাতত আসন্ন এশিয়া কাপেও খেলা হচ্ছে না সাকিবের।


promotional_ad

গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের অজস্র সাফল্য এসেছে সাকিবের হাত ধরে, আবার অনেকগুলো ম্যাচে সাকিবসহ পূর্ণশক্তির দল নিয়ে গিয়েও হেরেছে বাংলাদেশ- এশিয়া কাপের দলে সাকিব থাকবেন কিনা এমন সিদ্ধান্ত নেয়ার দিনে এই কথাই মনে করিয়ে দিলেন পাপন।


বিসিবি সভাপতি বলেন, 'এশিয়া কাপের আগে আমাদের এখন টিম সেট-আপ নিয়ে যে পরিকল্পনাটা ছিল পুরোটা আবার আবার নতুন করে ভাবতে হচ্ছে। এ ছাড়া অন্য বিষয়ে আমি ভাবছি না। একটা জিনিস মনে রাখবেন কেউ দায়িত্বহীন না। হ্যাঁ, এটা সত্য। আমি বলি যে সাকিবের মতো খেলোয়াড় এই মুহুর্তে আমাদের দেশে নেই।'


'এটা আমি স্বীকার করি। কিন্তু সাকিবকে নিয়ে আমরা হেরেছি আবার সাকিবকে ছাড়াও অনেক ম্যাচ জিতেছি। কিন্তু বেসিক কিছু জিনিস আছে সেখান থেকে সরে যাওয়ার সুযোগ নেই। অন্তত আমি মনে করি এটা আমাদের পক্ষে সম্ভব না।'


এদিকে বাংলাদেশ টেস্ট দলের বর্তমান অধিনায়কও সেই সাকিব। সাকিব যদি বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করেন, তাহলে কি টেস্ট দলের অধিনায়ক থাকবেন?


এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেই কোনো সম্পর্ক থাকবে না। বেটিংয়ের সঙ্গে সম্পর্ক আছে এরকম কারও বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পর্ক থাকবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball