আমরা আক্রমণাত্মক মানসিকতা ধরে রাখতে চাই: রশিদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রশিদের ১৫০তম ওয়ানডেতে ওপেনিংয়ে ডাকেটের সঙ্গী স্মিথ

২৮ মে ২৫
ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে নতুন এক ব্র্যান্ডের ক্রিকেট খেলছে ইংল্যান্ড। লাল কিংবা সাদা উভয় বলেই আক্রমণাত্মক ক্রিকেট খেলাই এর মূলনীতি। এই ধরনের ক্রিকেট খেলে সফলতাও পাচ্ছে তারা। তাই আদিল রশিদ মনে করেন, এই মানসিকতা এবং খেলার ধরন চালিয়ে যেতে পারলে সামনেও ভালো কিছু করবে দল।


ম্যাককালাম-স্টোকসের যুগে এসে ইংলিশদের সাদ পোশাকে যেন বসন্তের হাওয়া লেগেছে। তারা দায়িত্ব নেয়ার আগে, সর্বশেষ ১৭ টেস্টে ইংল্যান্ডের জয় ছিল কেবল মাত্র একটিতে। এমনকি গত বছর এক পঞ্জিকা বর্ষে টেস্ট হারের লজ্জার রেকর্ড গড়েছিল তারা। এমন পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট সহ পুরো দলকে ঢেলে সাজায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


promotional_ad

নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে যাত্রা শুরু করেছেন স্টোকস-ম্যাককালাম জুটি। এই সিরিজে নতুন ব্র্যান্ডের এক ইংল্যান্ড দল দেখেছে ক্রিকেট বিশ্ব। মাঠের ক্রিকেটে স্টোকসের আক্রমণাত্মক মনোভাব আর ড্রেসিংরুমে ম্যাককালামের মাস্টার মাইন্ড। সবমিলিয়ে নতুন যুগে ইংলিশদের টেস্ট ক্রিকেট।


আরো পড়ুন

ভারত-পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা ইংল্যান্ডের

২ ঘন্টা আগে
জস বাটলার ও বাবর আজম

শুধুই সাদা পোশকা নয়, সাদা বলের ক্রিকেটেও একই তত্ত্ব অনুসরণ করছে ইংল্যান্ড। আদিল রশিদ বলেন, 'খেলায় আপনি কখনো হারবেন আবার কখনো জিতবেন। আমি মনে করি, যদি আমরা এমন মানসিকতা বজায় রেখে ইতিবাচক এবং আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেট খেলি তাহলে আমি নিশ্চিত যে, আমরা ভালো করতে পারবো।'


টেস্ট ক্রিকেটে দারুণ সময় পার করছে ইংল্যান্ড। তবে সাদা বলের ক্রিকেটে খুব বেশি সুবিধা করতে পারছে না তারা। সম্প্রতি অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন জস বাটলার। তার নেতৃত্বেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইংলিশরা। তার আগের সমটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন রশিদ।


এই ইংলিশ স্পিনার বলেন, 'এটি দলের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়, সামনে আমাদের তিনটি ম্যাচ আছে এবং আমরা অবশ্যই বিশ্বকাপের জন্য অপেক্ষা করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball