আমরা আক্রমণাত্মক মানসিকতা ধরে রাখতে চাই: রশিদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রশিদের ১৫০তম ওয়ানডেতে ওপেনিংয়ে ডাকেটের সঙ্গী স্মিথ
২৮ মে ২৫
সাম্প্রতিক সময়ে নতুন এক ব্র্যান্ডের ক্রিকেট খেলছে ইংল্যান্ড। লাল কিংবা সাদা উভয় বলেই আক্রমণাত্মক ক্রিকেট খেলাই এর মূলনীতি। এই ধরনের ক্রিকেট খেলে সফলতাও পাচ্ছে তারা। তাই আদিল রশিদ মনে করেন, এই মানসিকতা এবং খেলার ধরন চালিয়ে যেতে পারলে সামনেও ভালো কিছু করবে দল।
ম্যাককালাম-স্টোকসের যুগে এসে ইংলিশদের সাদ পোশাকে যেন বসন্তের হাওয়া লেগেছে। তারা দায়িত্ব নেয়ার আগে, সর্বশেষ ১৭ টেস্টে ইংল্যান্ডের জয় ছিল কেবল মাত্র একটিতে। এমনকি গত বছর এক পঞ্জিকা বর্ষে টেস্ট হারের লজ্জার রেকর্ড গড়েছিল তারা। এমন পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্ট সহ পুরো দলকে ঢেলে সাজায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করে যাত্রা শুরু করেছেন স্টোকস-ম্যাককালাম জুটি। এই সিরিজে নতুন ব্র্যান্ডের এক ইংল্যান্ড দল দেখেছে ক্রিকেট বিশ্ব। মাঠের ক্রিকেটে স্টোকসের আক্রমণাত্মক মনোভাব আর ড্রেসিংরুমে ম্যাককালামের মাস্টার মাইন্ড। সবমিলিয়ে নতুন যুগে ইংলিশদের টেস্ট ক্রিকেট।
ভারত-পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা ইংল্যান্ডের
২ ঘন্টা আগে
শুধুই সাদা পোশকা নয়, সাদা বলের ক্রিকেটেও একই তত্ত্ব অনুসরণ করছে ইংল্যান্ড। আদিল রশিদ বলেন, 'খেলায় আপনি কখনো হারবেন আবার কখনো জিতবেন। আমি মনে করি, যদি আমরা এমন মানসিকতা বজায় রেখে ইতিবাচক এবং আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেট খেলি তাহলে আমি নিশ্চিত যে, আমরা ভালো করতে পারবো।'
টেস্ট ক্রিকেটে দারুণ সময় পার করছে ইংল্যান্ড। তবে সাদা বলের ক্রিকেটে খুব বেশি সুবিধা করতে পারছে না তারা। সম্প্রতি অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন জস বাটলার। তার নেতৃত্বেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ইংলিশরা। তার আগের সমটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন রশিদ।
এই ইংলিশ স্পিনার বলেন, 'এটি দলের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়, সামনে আমাদের তিনটি ম্যাচ আছে এবং আমরা অবশ্যই বিশ্বকাপের জন্য অপেক্ষা করছি।'