ড্রাফট শেষে কেপিএলের ৭ দলের চূড়ান্ত স্কোয়াড

কেপিএল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিসিবির ৫ লাখ রুপির চাকরি ছেড়ে দিলেন মালিক

১৫ মে ২৫
শোয়েব মালিক, ফাইল ফটো

মুজাফফারবাদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১১ আগস্ট মাঠে গড়াবে কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল)। যার ফাইনাল হবে ২৬ আগস্ট। টুর্নামেন্ট শুরুর আগে অনুষ্ঠিত হয়েছে কেপিএলের দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট।


সাত দলের এই টুর্নামেন্টের এবারের আসরে খেলবেন মোহাম্মদ আমির, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, সোহেল তানভীর, সরফরাজ আহমেদ, কামরান আকমল, শোয়েব মাকসুদ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, শারজিল খান, শহিদ আফ্রিদি, ফাহিম আশরাফ ও আজম খানদের মতো পাকিস্তানের তারকা ক্রিকেটাররা।


ড্রাফট শেষে কেপিএলের ৭ দলের চূড়ান্ত স্কোয়াড-


promotional_ad

রাওয়ালকোট হকস- মোহাম্মদ আমির, আহমেদ শেহজাদ, হুসাইন তালাত, আসিফ আফ্রিদি, জামান খান, আমাদ বাট, বিসমিল্লাহ খান, জিশান মালিক, মুসাদ্দিক আহমেদ, ফয়সাল আকরাম, আহমেদ আলম, সাইদউল্লাহ, এহসানউল্লাহ, জাইন উল হাসান, সাইফ আলি, আতিফ শেখ, রয়া ফারহান খান ও কাশিফ আলি।


মুজাফফারবাদ টাইগার্স- মোহাম্মদ হাফিজ, সোহেল তানভীর, ইফতিখার আহমেদ, হাসিবউল্লাহ খান, আনোয়ার আলি, জিশান আশরাফ, আরশাদ ইকবাল, মীর হামজা, আহমেদ শফি আব্দুল্লাহ, সালমান ফায়াজ, তাইমুর সুলতান, আকিব লিয়াকত, আমির খান, আকিব ইলিয়াস, সাদ বিন জাফর, ইনজামাম উল হক, ওসমান মারুফ, উসামা ফজল।


কোটলি লায়ন্স- খুররম মানজুর, দানিশ আজিজ, সরফরাজ আহমেদ, আহসান আলি, খুররম শেহজাদ, ইরফানউল্লাহ শাহ, খালিদ উসমান, মুশতাক আহমেদ কালহোরো, হাসান খান, হানিফ আজাদ, হাসান মহসীন, ইমরান শাহ, ইরফান আলি কাশমী, জায়ান খান, বাসিত আলি, নাভিদ মালিক, মুজতবা গায়াজ ও নাদিম খলিল।


বাঘ স্ট্যালিয়ন- কামরান আকমল, রুম্মন রাইস, শোয়েব মাকসুদ, আমির ইয়ামিন, উমর আমিন, কাশিফ ভাট্টি, ইমরান হুনিয়র, মোহাম্মদ সারোয়ার, মোহাম্মদ শারুন সিরাজ, আব্দুল্লাহ জামাল, এইতাজ হাবিব খান, মাজ খান, সাজ্জাদ আলি, হাসান রাজা, দানিয়াল আল্লা দিতা, আমির শেহজাদ, আরসালান আরিফ, রাজা ফারহান।


মিরপুর রয়্যালস- শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, আলি ইমরান, সালমান ইরশাদ, আবরার আহমেদ, মোহাম্মদ আখলাক, কাশিফ আলি, মোহাম্মদ হামজা আরশাদ, জুবায়ের খা??? লোধি, জাইদ আলম, হাসান নওয়াজ, আলি রাজ্জাক, সুফিয়ান, শান, উমর হায়াত, ফাইজান সালিম ও শাদাব মজিদ।


জাম্মু জানবাজ- শারজিল খান, ফাহিম আশরাফ, শহীদ আফ্রিদি, উমর আকমল, শাহিবজাদা ফারহান, উসামা মির, আকিফ জাবেদ, ইমরান খান সিনিয়র, উমর সিদ্দিক খান, শাহজাব, আহমেদ খান, হামজা শাহ আফ্রিদি, সামিউল্লাহ আফ্রিদি, নাকাশ, ফয়সাল আলতাফ, নাসির নাজাম, মোহাম্মদ শাহজাদ, মেররান মুমতাজ।


ওভারসিজ ওয়ারিয়র্স- আসাদ শফিক, আজম খান, কামরান গুলাম, মোহাম্মদ ইমরান রানধাওয়া, সোহেল খান, উমাইদ আসিফ, সাইফ বাদর, আদিল আমিন, বিলাল আসিফ, আলি শফিক, মোহাম্মদ শেহজাদ, উমর জিশান লয়া, খাজা মোহাম্মদ, ফারহান শফি, শেহজাদ, হাশিম আলি, সাদ আসিফ, মালিক নিসার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball