কোহলি-রোহিতদের অতীত থেকে শেখা উচিত: নাসের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আসল সময়েই কোহলির বুদ্ধি খুলে যায়’
২০ জুলাই ২৫
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভক্তদের প্রত্যাশার সিকি ভাগও পূরণ করতে পারেনি ভারত। যার মূলে ছিল ব্যাটিং ব্যর্থতা। আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করতে হলে, সেই ব্যর্থতা থেকে শিখতে হবে ব্যাটারদের এবং আরও বেশি দায়িত্ববান হতে হবে বলে মনে করেন নাসের হুসেইন।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটের বড় ব্যবধানে হারে ভারত। বাবর আজমের দলের কাছে পাত্তাই পায়নি বিরাট কোহলির দল।

এরপরের ম্যাচে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিপক্ষেও ৮ উইকেটের বড় ব্যবধানে হারে ভারতীয়রা। সেমিফাইনাল স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায় তাদের। এরপর তুলনামূলক দুর্বল দল আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে জিতলেও সেমিফাইনালে যেতে পারেনি ভারত।
২০২৭ বিশ্বকাপে রোহিত-কোহলির জায়গা পাওয়া কঠিন হবে, মনে করেন গাঙ্গুলি
২২ জুন ২৫
নাসের বলেন, 'ভারত খুবই শক্তিশালী দল, কিন্তু অতীতে যা ঘটেছে তা থেকে তাদের শিখতে হবে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা (ভারত) ব্যাট হাতে সুবিধা করতে পারেনি, তাই তাদের এখান থেকে বের হয়ে আসা উচিত।'
সাম্প্রতিক সময়ে বাজে সময় পার করছেন বিরাট কোহলি। তবে এই অভিজ্ঞ ব্যাটার একবার রানে ফিরলে আবারও ধারাবাহিক হয়ে উঠবেন বলে বিশ্বাস নাসেরের। আর আইসিসি টুর্নামেন্টে ভারত সবসময় ভালো খেলে বলেও মনে করেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
তিনি বলেন, 'তাদের ব্যাটিং, বিরাট কোহলি, সবকিছু ঠিক হয়ে যাবে। একবার যদি সে (রানে) ফিরে আসে, তার সবকিছু ঠিক হয়ে যাবে। তারা ভালো অবস্থানে আছে। তারা দ্বিপাক্ষিক সিরিজের মতোই আইসিসি টুর্নামেন্টে (দাপট দেখিয়ে) খেলে।'