promotional_ad

আরও ২-৩ জন অলরাউন্ডার থাকলে এতো প্রশ্ন হতো না: তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম

১৫ ফেব্রুয়ারি ২৫
বিপিএলে বরিশালের হয়ে খেলেছেন তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

ছুটি নেয়ায় চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ দল। বাঁহাতি এই অলরাউন্ডারকে পাওয়া যাবে না আসন্ন জিম্বাবুয়ে সফরেও। তবে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের বিশ্রাম নেয়াকে স্বাভাবিক চোখেই দেখছেন অধিনায়ক তামিম ইকবাল।


ওয়ানডে দলপতি মনে করেন, দেশে প্রকৃত অলরাউন্ডারের অভাব বলেই সাকিব দলে না থাকলে প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদের। সাকিবের বিকল্প হিসেবে আরও ২-৩জন থাকলে হয়তো প্রেক্ষাপট ভিন্ন হত তাহলে এসব প্রশ্ন উঠে আসত না। এই অবস্থায় দলে যারা আছেন তাদের নিয়েই লড়াই করতে চান তামিম।



promotional_ad

টি-টোয়েন্টি সিরিজে হারের পর আগামীকাল (১০ জুলাই) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ। গতকাল (৯ জুলাই) ক্যারিবিয়ান অঞ্চলে ঈদুল আজহা পালিত হচ্ছে। ফলে ওয়ানডে সিরিজের আগে গতকালই (৮ জুলাই) শেষ অনুশীলন ছিল বাংলাদেশের।


আরো পড়ুন

মাহমুদউল্লাহর ফিটনেস দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

৬ ঘন্টা আগে
অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ, আইসিসি

সে সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেন, সাকিবের না থাকা প্রসঙ্গে জানান, ‘ক্রিকেটারদের ইনজুরি থাকতে পারে, বিরতি দরকার হতেই পারে। কিন্তু সত্য কথা হল, যে স্কোয়াড আছে ওই স্কোয়াড থেকেই আপনাকে সেরা একাদশ নিশ্চিত করে খেলতে হবে। চেষ্টা থাকবে আমার কাছে যারা আছে তাদের মধ্য থেকে সেরা একটা দল যেন গড়তে পারি। আমরা সেটাই চেষ্টা করছি।’


‘স্বাভাবিকভাবে বাংলাদেশে খুব বেশি পুরোপুরি অলরাউন্ডার নেই। সে কারণেই হয়তো বারবার আমাকে একই প্রশ্নের (সাকিব প্রসঙ্গে) উত্তর দিতে হয়। আপনাদেরও একই প্রশ্ন করতে হয়। আমাদের যদিও ২-৩ টা অলরাউন্ডার থাকতো যারা ৫০-৫০ বা ৬০-৪০ তাহলে এই প্রশ্নগুলো উঠতো না।’



আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান এখন দুই নম্বরে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবারের সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের আওতাধীন নয়। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই। সবকটি ম্যাচই মাঠে গড়াবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball