ইংল্যান্ডকে উড়িয়ে অনায়াসে সিরিজ জিতল ভারত

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আক্ষেপ আর গর্বের অদ্ভুত অনুভূতি টের পাচ্ছেন গিল

১৫ জুলাই ২৫
শুভমান গিল, ফাইল ফটো

রোহিত শর্মা ও ঋষভ পান্তের ব্যাটে ভালো শুরু করলেও হঠাৎই ছন্দ হারায় ভারত। তবে দুর্দান্ত এক ইনিংস খেলে সফরকারীদের ম্যাচে ফেরান রবীন্দ্র জাদেজা। লড়াইয়ের পুঁজি পাওয়া ভারতকে ম্যাচ জেতাতে বাকি কাজটা সারেন ভুবনেশ্বর কুমার-যুবেন্দ্র চাহাল-জসপ্রিত বুমরাহরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে অনায়াসেই সিরিজ জিতল ভারত।


বার্মিহাংমে জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন জেসন রয়। ভুবনেশ্বরের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডানহাতি এই ওপেনার। আরও একবার ব্যর্থ হয়েছেন জস বাটলার। 


promotional_ad

ইনিংসের ‍তৃতীয় ওভারে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ককে ফেরান ভুবনেশ্বর। ডানহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে বল আউট সুইং করলে তাতে উইকেটকিপার পান্তের গ্লাভসে ক্যাচ তুলে দেন বাটলার। যদিও শুরুতে আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিতে ভুল করেননি রোহিত। 


রিপ্লেতে দেখা যায় পান্তের গ্লাভস বন্দি হওয়ার আগে বল বাটলারের ব্যাট ম্পর্শ করে যায়। তাতে মাত্র ৪ রানে সাজঘরে ফিরে যেতে হয় ডানহাতি এই ব্যাটারকে। ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি লিয়াম লিভিংস্টোন। বুমরাহর অফ কাটারে পরাস্ত হয়ে বোল্ড হন ৯ বলে ১৫ রান করা ডানহাতি ব্যাটার। পাঁচে নামা হ্যারি ব্রুক ফিরেছেন মাত্র ৮ রানে। 


যুবেন্দ্র চাহালের স্লোয়ার বল বুঝতে না পেরে উড়িয়ে মারতে গিয়ে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ তুলে দেন ব্রক। ধীরগতির ‍শুরু করা ডেভিড মালান আউট হয়েছেন  ২৫ বলে ১৯ রান করে। মালানের বিদায়ে মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ইংলিশদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেন মঈন আলী। বাঁহাতি এই ব্যাটার করেছেন ২১ বলে ৩৫ রান। 


শেষ দিকে ২২ বলে ৩৩ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ডেভিড উইলি। তবে ইংল্যান্ডের জয়ের জন্য তা যথেষ্ঠ ছিল না। শেষ পর্যন্ত ইংল্যান্ড অল আউট হয় মাত্র ১২১ রানে। ভারতের হয়ে তিনটি উইকেট নেন ভুবনেশ্বর। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন বুমরাহ ও চাহাল। 


এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে ভারত। সফরকারীদের হয়ে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন জাদেজা। এ ছাড়া রোহিত ৩১ এবং পান্ত ২৬ রান করেছেন। ইংল্যান্ডের হয়ে চারটি উইকেট নেন ক্রিস জর্ডান। আর তিনটি উইকেট নিয়েছেন রিচার্ড গ্লিসন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball