বিশ্বকাপের ক্ষণগননা শুরু, ট্রফি যাচ্ছে ১৩টি দেশে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
৩ ঘন্টা আগে
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ২০ ওভারের এই বিশ্ব আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও অজিরা।
এবার তাই শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে অ্যারন ফিঞ্চের দল। এরই মধ্যে মেলবোর্নে এই বিশ্ব আসরের ক্ষণগননা শুরু হচ্ছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আর ১০০ দিন। এই উপলক্ষ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের হ্যালোড টার্ফে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
যেখানে উপস্থিত ছিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ, সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটন্স, পাকিস্তানি তারকা ওয়াকার ইউনুস ও সাবেক প্রোটিয়া ক্রিকেটার মরনে মরকেল।
বিশ্বকাপের ক্ষণগননায় আরও উপস্থিত ছিকেব জর্জিয়া ওয়ারেহাম ও তাইলা ভ্লামেনিকও। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে বিশ্বব্যপী ১৩টি দেশের ৩৫টি স্থানে বিশ্বকাপ ট্রফি ট্যুরের আয়োজন করছে আইসিসি।
এর মধ্যে রয়েছে ফিজি, ফিনল্যান্ড, জার্মানি, ঘানা, ইন্দোনেশিয়া, জাপান, নামিবিয়া, সিঙ্গাপুর ও ভানুয়াতুতে। মূলত এসব দেশে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে এই পরিকল্পনা হাতে নিয়েছে আইসিসি।