লক্ষ্য যাই হোক, আমরা তাড়া করবো: বেয়ারস্টো

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রেকর্ড নিয়ে আমার কোনো চিন্তা নেই: রুট

১ ঘন্টা আগে
জো রুটের সামনে এখন কেবলই শচিন টেন্ডুলকার, ফাইল ফটো

জমে উঠেছে এজবাস্টন টেস্ট। প্রথম ইনিংসে লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ভারতকে ছেড়ে কথা বলবে না ইংল্যান্ড। এমনটাই ইঙ্গিত দিয়েছেন জনি বেয়ারস্টো। তিনি জানিয়েছেন, ভারত যত বড় লক্ষ্যই দিক না কেন। ইংল্যান্ড সেই লক্ষ্য তাড়া করবে।


যদিও প্রথম টেস্টের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতেই। ১৩২ রানের লিডের সঙ্গে তৃতীয় দিন শেষে ৩ উইকেট ১২৫ রান যোগ করেছে ভারত। ম্যাচে ফিরতে ভারতের বাকি ৭ উইকেট চতুর্থ দিন দ্রুত ফেলে দিতে হবে ইংলিশদের। যদিও ভারতের ভরসা হয়ে উইকেটে আছেন চেতেশ্বর পূজারা ও ঋষভ পান্ত।


promotional_ad

এমন সমীকরণের সামনেই বেয়ারস্টো বলেছেন, ‘লক্ষ্য যাই হোক না কেন, আমরা তাড়া করে জেতার চেষ্টা করব।‘ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এখন ড্র করাই ইংল্যান্ডের জন্য বড় অর্জন হবে। বেয়ারস্টো অবশ্য ভিন্ন দৃষ্টিকোণ থেকে বলেছেন, 'যে মেজাজে আমরা খেলি, কিছু ম্যাচ তো আপনাকে হারতেই হবে।‘


আরো পড়ুন

স্টোকসের সেঞ্চুরির পর রাহুল-গিলের মাটি কামড়ানো লড়াই

৪ ঘন্টা আগে
লোকেশ রাহুল (বামে) ও শুভমান গিল (ডানে) দুজনই হাফ সেঞ্চুরি করেছেন, ফাইল ফটো

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইংল্যান্ডের নতুন মানসিকতার ছাপ দেখা গেছে। হারার আগে না হারার সেই মানসিকতা ভারতের বিপক্ষেও অব্যাহত আছে। তিনি বলেছেন, ‘যা-ই দেয়া হোক, আমরা তাড়া করব। আমরা আগের মতোই (নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন করেছেন) তাড়া করব।’


আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে কিছু ম্যাচে হারতেও হতে পারে। সেই চিন্তাও মাথায় আছে বেয়ারস্টোর। তিনি মনে করেন যেকোনো দল তাদের চেয়ে ভালো খেলতেই পারে। এমন কঠিন পরিস্থিতিতেও নিজেদের খেলাটা উপভোগ করে যেতে চান তারা।


বেয়ারস্টোর ভাষ্য, ‘মানুষ (কখনো না কখনো) আপনার চেয়ে ভালো খেলবেই। কিন্তু আমরা যেভাবে খেলছি সেটা যদি উপভোগ করি, আমাদের পারফরম্যান্স আরও ভালো হবে। এটা টেস্ট ক্রিকেটের জন্য ভালো এবং আগামী প্রজন্মের টেস্ট ক্রিকেটারদের আগ্রহী করবে।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball