হাসান-নাঈমের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ টাইগার্সের দাপট

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হাসানের পাশাপাশি খালেদকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিচ্ছে বাংলাদেশ

১১ ফেব্রুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেই দেশে ফিরবেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ, ফাইল ফটো

উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া ছিল। তাতে পেসাররা খানিকটা বাড়তি সুবিধাও পেয়েছেন। সুবিধা পেয়ে সেটা পুরোপুরি লুফে নিতে ভুল করেননি হাসান মাহমুদ। বাংলাদেশ টাইগার্সের হয়ে রাজশাহীতে আগুনঝড়া বোলিং করেছেন ডানহাতি এই পেসার। তাকে দারুণভাবে সঙ্গে দিয়েছেন স্পিনার নাঈম হাসান। এই দুজনের দারুণ বোলিংয়ে হাই পারফরম্যান্স ইউনিটের বিপক্ষে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ টাইগার্স। 


রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেছিল এইচপির দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেছেন ৪৬ রান।


ইনিংসের দশম ওভারে গিয়ে নিজেদের প্রথম উইকেট হারায় এইচপি। হাসানের আউট সুইং ডেলিভারিতে উইকেটের পেছনে থাকা জাকির আলীকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তানজিদ। ২০ বল খেলা বাঁহাতি এই ব্যা??ার করেছেন ১১ রান। একই ওভারে আউট হয়েছেন তিনে নামা অমিত হাসান।


promotional_ad

ডানহাতি এই পেসারের চতুর্থ স্টাম্পের বল খেলতে গিয়ে উইকেট কিপার জাকিরকে ক্যাচ দিয়েছেন তিনি। ২ বল খেলা অমিত সাজঘরে ফেরেন শূন্য রানে। এরপর চারে নামা শাহাদাত হোসেন দিপুকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মাহফিজুল। তবে তাদের জুটিকে দীর্ঘস্থায়ী হতে দেননি নাঈম।


আরো পড়ুন

বাংলাদেশের জেতার জন্য যাওয়ার সুযোগ আছে, মনে করেন নাঈম

২০ জুন ২৫
বোলিংয়ে বাংলাদেশের নায়ক নাঈম হাসান, ক্রিকফ্রেঞ্জি

৫১ বলে ২১ রানের ইনিংস খেলে শাহাদাত ফিরলে ভাঙে মাহফিজুলের সঙ্গে ৩৩ রানের জুটি। থিতু হতে পারেননি তৌহিদ হৃদয়ও। ৮ বলে মাত্র ৭ রান করে নাঈমের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার। দলের রান একশ পেরিয়ে ফেরেন মাহফিজুলও। 


তরুণ এই ব্যাটারকে হাফ সেঞ্চুরি করতে দেননি হাসান। ডানহাতি এই পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন মাহফিজুল। ৪৭ রানের ইনিংস খেলে তরুণ এই ব্যাটার ফেরার পর থিতু হওয়া আইচ মোল্লাহও আউট হয়েছেন।


আবু জায়েদ রাহির বলে জাকিরকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ২৯ রান করা ডানহাতি এই ব্যাটার। এরপর এইচপিকে আর কোনো উইকেট হারাতে দেননি আকবর আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরি। প্রথম দিন শেষে এইচপির সংগ্রহ ৬ উইকেটে ১৭৬ রান। বাংলাদেশ টাইগার্সের হয়ে হাসান তিনটি, নাঈম দুটি ও রাহি একটি উইকেট নিয়েছেন।


সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)-


হাই পারফরম্যান্স ইউনিট - ১৭৬/৬ (৫৩ ওভার) (মাহফিজুল ৪৭, তানজিদ ১১, শাহাদাত ২১, হৃদয় ৭, আইচ ২৯, আকবর ১৪*, মৃত্যুঞ্জয় ৩০*; হাসান ৩/২৯, নাঈম ২/৩৮, রাহি ১/৪০)  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball