মরগানের ভবিষ্যত অধিনায়কের তালিকায় নেই স্টোকস

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

স্টোকসের সেঞ্চুরির পর রাহুল-গিলের মাটি কামড়ানো লড়াই

৪ ঘন্টা আগে
লোকেশ রাহুল (বামে) ও শুভমান গিল (ডানে) দুজনই হাফ সেঞ্চুরি করেছেন, ফাইল ফটো

২০১৫ সালে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর সাদা বলের ক্রিকেটের ইংল্যান্ডকে পুরোপুরি বদলে দিয়েছেন ইয়ন মরগান। তার অধীনে ২০১৯ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপও জেতে ইংলিশরা। অধিনায়ক হিসেবে সাফল্যের চূড়ায় থাকলেও সর্বশেষ দেড় বছরে ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি মরগান। বাজে ফর্মের দায়ে শেষ পর্যন্ত ইংল্যান্ডের দায়িত্ব ছেড়েছেন তিনি।


মরগানের বিদায়ে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের দায়িত্ব নিতে পারেন জস বাটলার কিংবা মঈন আলী। নিজের উত্তরসূরির নাম জানাতে গিয়ে বাটলার, মঈনের সঙ্গে জেসন রয়, জনি বেয়ারস্টোরদেরও নাম জানিয়েছেন মরগান। তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের তালিকায় নেই বর্তমান টেস্ট অধিনায়ক বেন স্টোকস।


promotional_ad

স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় মরগান বলেন, ‘ভাগ্য ভালো যে সিদ্ধান্তটা আমাকে নিতে হচ্ছে না। অধিনায়ক হওয়ার মতো অনেকেই আছে: জস বাটলার তাদের মধ্যে একজন, আরেকজন মঈন আলী। দলে আরও কয়েকজন অসাধারণ নেতা আছে। জনি বেয়ারস্টো, জেসন রয়, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, এই ছেলেরা দায়িত্বটি অবশ্যই পালন করতে সক্ষম।’


২০১৫ সাল থেকে মরগানের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন বাটলার। এই সময়ে মরগানের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে ১৩বার নেতৃত্বও দিয়েছেন তিনি। সর্বশেষ নেদারল্যান্ডস সফরের শেষ ওয়ানডেতেও ইংলিশদের দায়িত্ব সামলেছেন বাটলার। 


সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা বাটলারের প্রশংসা করেছেন মরগান। সেই সঙ্গে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানিয়েছেন, বাটলার শুধু একজন বিশ্বসেরা ব্যাটারই নয়, বর্তমান দলের জন্য ভালো একজন অধিনায়কও। বাটলার নিজের সম্মানটা আদায় করে নিয়েছেন বলে জানান মরগান।


তিনি বলেন, ‘জস বাটলার অসাধারণ সহকারী অধিনায়ক এবং সে যখন এগিয়ে এসেছিল, ঠিকঠাকভাবেই দায়িত্ব নিয়েছে। সে শুধু ব্যাটিং দিয়ে বিশ্বসেরা হয়েছে, ব্যাপারটা তা নয়। সে এই দলের একজন নেতাও। সে সম্মান আদায় করে নিয়েছে।’


অধিনায়ক হিসেবে বেছে নিতে বোর্ড কিংবা দায়িত্বে থাকা কর্মকর্তারা দলের সেরা ক্রিকেটারকে বেছে নিয়ে থাকেন। যারা নিয়মিত পারফর্ম করেন তারাই মূলত পছন্দের শীর্ষে থাকেন। তবে অনেক ক্রিকেটার রয়েছেন যারা কিনা অধিনায়কের দায়িত্ব নেয়ার পর ছন্দ হারিয়ে ফেলেন। তবে বাটলারের ক্ষেত্রে এমনটা হবে না বলে মনে করেন মরগান। তিনি বলেন, ‘না, এরকম কিছু হবে না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball