স্মিথের উত্তরসূরি খুঁজে পেয়েছে দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসি হল অব ফেমে ধোনি-হেইডেন-স্মিথ-আমলা
১০ জুন ২৫
অবশেষে গ্রায়েম স্মিথের বিকল্প খুঁজে পেয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। নতুন ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে এনোক এনকুয়েকে নিয়োগ দিচ্ছে তারা। এর আগে এই পদে বহাল ছিলেন দেশটির সাবেক অধিনায়ক স্মিথ।
যদিও গত মার্চের শেষ দিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় নবায়ন করেননি দেশটির ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক। এই প্রার্থীতার লড়াইয়ে ছিলেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ও বর্তমান ওয়ারিয়ার্স কোচ রবিন পিটারসনও।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত বেছে নিয়েছে এনকুয়েকে। সিএসএ'তে এনকুয়ের পদচারণা নতুন কিছু নয়। দক্ষিণ আফ্রিকার সহকারী কোচের দায়িত্বে ছিলেন তিনি। গত বছরের আগস্টে অবশ্য এই পদ থেকে সরে যান তিনি।
এছাড়া হাইভেল্ড লায়ন্সের ‘স্ট্যাটেজিক ক্রিকেট কনসালট্যান্ট’-এর ভূমিকায় ছিলেন এনকুয়ে। ২০১৯ সালে লায়ন্সের ফ্র্যাঞ্চাইজিকে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ও ফোর ডে সানফয়েল সিরিজের ট্রফি জেতান এনকুয়ে।
একই বছরের শেষদিকে ভারত সফরে প্রোটিয়াদের অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হন তিনি। তারপরই জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পান। যদিও সংস্কৃতি নিয়ে মতপার্থক্যের জেরে পদত্যাগ করেন এনকুয়ে।