ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত: সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিব ভাই ক্রিকেট মাঠে অনেক এনজয় করছে: সোহান
৩০ জুলাই ২৫
চার বছর আগে অ্যান্টিগা টেস্টে মাত্র ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ দল। লম্বা সময় পর আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেখানে খেলবে বাংলাদেশ। পুরানো অভিজ্ঞতা মাথায় রেখে দলের সদস্যদের যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্যই তৈরি থাকতে বললেন সাকিব আল হাসান। একই সঙ্গে মাঠে নামার আগে দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসীও তিনি।
সাকিব অবশ্য মনে করিয়ে দিলেন চার বছর আগের সেই উইকেট কতোটা ভিন্ন ছিল। তবে আসন্ন ম্যাচটির উইকেট ব্যাটিং সহায়ক হবে বলেই বিশ্বাস তার। এবারের ম্যাচে স্পিনারদের বড় ভূমিকাও দেখছেন বাংলাদেশের টেস্ট দলপতি।

ম্যাচের আগের দিন করা সংবাদ সম্মেলনে দলের ব্যাটারদেরও বড় বার্তা দিলেন সাকিব। মনে করিয়ে দিলেন, টেস্ট জিততে চাইলে নিজেদের প্রথম ইনিংসে ভালো ব্যাটিংয়ের কোনোই বিকল্প নেই।
দেশি কোচদের টোটকাতেই জিএসএলে সফল খালেদ
১৮ মিনিট আগে
সাকিব বলেন, 'চার বছর আগে ভিন্ন উইকেট ছিল। এই উইকেট দেখে আমার কাছে ব্যাটিংয়ের জন্য ভালো মনে হয়েছে। চতুর্থ ইনিংসে ব্যাটিং কঠিন হতে পারে। আমার মনে হয়, ম্যাচের শেষ দিকে স্পিনারদের ভূমিকা রাখার সুযোগ থাকবে। তবে প্রথম ইনিংসে আমরা কতটা ভালো ব্যাটিং করতে পারি সেটা গুরুত্বপূর্ণ হবে। আমাদের সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমার মনে হয়, ছেলেরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।'
পবিত্র হজ পালন করবেন বলে এই সফর থেকে আগেই ছুটি নিয়েছেন দলের অন্যতম কৌশলী ব্যাটার মুশফিকুর রহিম। আর চোটের কারণে টেস্ট সিরিজে খেলছেন না তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও ইয়াসির আলি চৌধুরি রাব্বি। অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটার না থাকায় কিছুটা শুন্যতা তৈরি হলেও তাতে ইতিবাচক দিকও দেখছেন সাকিব।
তিনি বলেন, 'আমরা এখন প্রচুর ক্রিকেট খেলছি, তিন সংস্করণ মিলিয়েই। এতে ছেলেরা চোটেও পড়ছে। তবে এটা নতুন ছেলেদের ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছে। আশা করি, দেড়-দুই বছরের মধ্যে আমরা সুফল দেখতে পাব। তখন আমরা ২৫-৩০ জন থেকে দল গঠন করতে পারব। চোটের জন্য অনেক নতুন খেলোয়াড় সুযোগ পাচ্ছে। ওরা যখন পারফর্ম করা শুরু করবে তখন দলের মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা শুরু হবে।'