ছেলেরা চ‍্যালেঞ্জ নিতে প্রস্তুত: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাকিব ভাই ক্রিকেট মাঠে অনেক এনজয় করছে: সোহান

৩০ জুলাই ২৫
নুরুল হাসান সোহান (বামে) ও সাকিব আল হাসান (ডানে), ফাইল ফটো

চার বছর আগে অ্যান্টিগা টেস্টে মাত্র ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ দল। লম্বা সময় পর আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেখানে খেলবে বাংলাদেশ। পুরানো অভিজ্ঞতা মাথায় রেখে দলের সদস্যদের যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্যই তৈরি থাকতে বললেন সাকিব আল হাসান। একই সঙ্গে মাঠে নামার আগে দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসীও তিনি।


সাকিব অবশ্য মনে করিয়ে দিলেন চার বছর আগের সেই উইকেট কতোটা ভিন্ন ছিল। তবে আসন্ন ম্যাচটির উইকেট ব্যাটিং সহায়ক হবে বলেই বিশ্বাস তার। এবারের ম্যাচে স্পিনারদের বড় ভূমিকাও দেখছেন বাংলাদেশের টেস্ট দলপতি।


promotional_ad

ম্যাচের আগের দিন করা সংবাদ সম্মেলনে দলের ব্যাটারদেরও বড় বার্তা দিলেন সাকিব। মনে করিয়ে দিলেন, টেস্ট জিততে চাইলে নিজেদের প্রথম ইনিংসে ভালো ব্যাটিংয়ের কোনোই বিকল্প নেই।


আরো পড়ুন

দেশি কোচদের টোটকাতেই জিএসএলে সফল খালেদ

১৮ মিনিট আগে
ফাইল ছবি

সাকিব বলেন, 'চার বছর আগে ভিন্ন উইকেট ছিল। এই উইকেট দেখে আমার কাছে ব‍্যাটিংয়ের জন্য ভালো মনে হয়েছে। চতুর্থ ইনিংসে ব‍্যাটিং কঠিন হতে পারে। আমার মনে হয়, ম‍্যাচের শেষ দিকে স্পিনারদের ভূমিকা রাখার সুযোগ থাকবে। তবে প্রথম ইনিংসে আমরা কতটা ভালো ব‍্যাটিং করতে পারি সেটা গুরুত্বপূর্ণ হবে। আমাদের সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমার মনে হয়, ছেলেরা চ‍্যালেঞ্জ নিতে প্রস্তুত।'


পবিত্র হজ পালন করবেন বলে এই সফর থেকে আগেই ছুটি নিয়েছেন দলের অন্যতম কৌশলী ব্যাটার মুশফিকুর রহিম। আর চোটের কারণে টেস্ট সিরিজে খেলছেন না তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও ইয়াসির আলি চৌধুরি রাব্বি। অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটার না থাকায় কিছুটা শুন্যতা তৈরি হলেও তাতে ইতিবাচক দিকও দেখছেন সাকিব।


তিনি বলেন, 'আমরা এখন প্রচুর ক্রিকেট খেলছি, তিন সংস্করণ মিলিয়েই। এতে ছেলেরা চোটেও পড়ছে। তবে এটা নতুন ছেলেদের ম‍্যাচ খেলার সুযোগ করে দিচ্ছে। আশা করি, দেড়-দুই বছরের মধ‍্যে আমরা সুফল দেখতে পাব। তখন আমরা ২৫-৩০ জন থেকে দল গঠন করতে পারব। চোটের জন্য অনেক নতুন খেলোয়াড় সুযোগ পাচ্ছে। ওরা যখন পারফর্ম করা শুরু করবে তখন দলের মধ‍্যে একটা স্বাস্থ‍্যকর প্রতিযোগিতা শুরু হবে।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball