টেস্ট দলে ডাক পেলেন বিজয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইয়াসির আলী রাব্বির বিকল্প হিসেবে টেস্ট দলে যুক্ত করা হয়েছে এনামুল হক বিজয়কে। এর মধ্যে দিয়ে দীর্ঘ ৮ বছর পর আবারও টেস্ট খেলার দোরগোড়ায় বিজয়। ২০১৩ সালে অভিষেক হওয়া এই ডানহাতি ব্যাটার খেলেছেন মাত্র ৪টি টেস্টে।


এর মধ্যে সর্বশেষটি খেলেছেন ২০১৪ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ক্যারিবীয় দ্বীপেই এবার নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরুর পথে ডানহাতি এই ব্যাটার। 


promotional_ad

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরে অবিশ্বাস্য ফর্মে ছিলেন বিজয়। ১৫ ম্যাচে করেছিলেন ১ হাজার ১৩৮ রান। এমন পারফরম্যান্সের পর তিনি ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের সীমিত ওভারের দলে।


এবার রাব্বির পিঠের চোটে টেস্টেও ডাক পড়লো বিজয়ের। টেস্ট দলে ডাক পেলেও বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অ্যান্টিগা টেস্টে বিবেচনা করা হচ্ছে না এই ডানহাতি ব্যাটারকে।


কারণ তিনি এখনও ওয়েস্ট ইন্ডিজে যাননি। সব কিছু ঠিক থাকলে ১৭ জুন অ্যান্টিগার বিমান ধরার কথা রয়েছে বিজয়ের। ফলে ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই দেখা যেতে পারে তাকে।


এদিকে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পিঠের চোটে পড়েন রাব্বি। স্ক্যান করানোর পর জানা গেছে তার মেরুদন্ডের নীচে চিড় ধরা পড়েছে। ফলে সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball