‘সাকিব ১০ উইকেট নিলেই তো কাজটা সহজ হয়ে যায়’

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৩ সেঞ্চুরির ম্যাচে প্রাইম ব্যাংকের জয়

২৪ মার্চ ২৫
একই ম্যাচে সেঞ্চুরি করেছেন ইরফান শুক্কুর (বামে), ইমরুল কায়েস (মাঝে) ও সাব্বির হোসেন (ডানে), ক্রিকফ্রেঞ্জি

সাদা পোশাকের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সুখস্মৃতি কেবল ২০০৯ সালে দ্বিতীয় সারির দলের সঙ্গে টেস্ট জয়। এরপর আরও কখনও লড়াই পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০১৮ সালের সিরিজে ৪৩ রানে অল আউট হয়ে বাজেভাবে হেরেছিল টাইগাররা।


ক্যারিবীয় দ্বীপপুঞ্জে খুব বেশি সুখস্মৃতি না থাকলেও এবারের সফরে খানিকটা আশাবাদী হচ্ছেন ইমরুল কায়েস। বাঁহাতি এই ওপেনার মনে করেন, দুই ইনিংসে সাকিব আল হাসান ১০টা উইকেট নিলেই কাজটা সহজ হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাইজুল ইসলাম-এবাদত হোসেনদের সেই সামর্থ্য আছেও বলে জানান তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে ইমরুল বলেন, ‘’ওয়েস্ট ইন্ডিজে সবশেষ সফরে আমরা ভালো খেলিনি। এবার পেস আক্রমণ, স্পিন আক্রমণ মিলিয়ে ভালো একটা দল গেছে। আমি আশা করি, আমরা যেন ম্যাচ না হারি। জিততে না পারলেও অন্তত যেন ড্র করতে পারি। আশা করি ভালো কিছু হবে।’


আরো পড়ুন

দেশি কোচদের টোটকাতেই জিএসএলে সফল খালেদ

৫ মিনিট আগে
ফাইল ছবি

অ্যান্টিগায় রোমাঞ্চকর ম্যাচ হবে দাবি করে ইমরুল বলেন, ‘সাকিব যদি ৫ আর ৫, ১০ উইকেট নিয়ে নেয়, তাহলে তো আর কঠিন নয় (জয়)। কাজটা অনেক সহজ হয়ে যায়… বা ওখানে তাইজুল আছে বা যারাই আছে, সবারই সামর্থ্য আছে ১০ উইকেট নেওয়ার বা এরকম করার। আমার কাছে মনে হয় রোমাঞ্চকর ম্যাচ হবে।’


লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন ইমরুল। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভালো করায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে জায়গা পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। জাতীয় দলে ফেরাটা কঠিন হলেও এখনও দেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন ইমরুল। 


তিনি বলেন, ‘নিজের ফেরার ইচ্ছা আছে বলেই তো বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে জয়েন করেছি। নইলে তো বাসায় বাসে থাকতাম বা অন্য জায়গায় চলে যেতাম। ইচ্ছা আছে বিধায় চেষ্টা করে যাচ্ছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball