৬ মাসের ভেতর সিংহাসনে ফিরলেন রুট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রেকর্ড নিয়ে আমার কোনো চিন্তা নেই: রুট

২৭ জুলাই ২৫
জো রুটের সামনে এখন কেবলই শচিন টেন্ডুলকার, ফাইল ফটো

৬ মাসের ভেতরে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন জো রুট। নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের পর ট্রেন্ট ব্রিজে আরেকটি শতক হাঁকিয়ে সবার ওপরে উঠে এসেছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। টপকে গিয়েছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেনকে।


২০২১ সালের ডিসেম্বরে লাবুশেনের কাছেই শীর্ষস্থান হারিয়েছিলেন রুট। তবে এরপর ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে রাজত্ব ফিরে পেতে ৬ মাসও সময় লাগল না ইংলিশ ব্যাটসম্যানের। সর্বপ্রথম ২০১৫ সালে র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠার স্বাদ পেয়েছিলেন রুট।


promotional_ad

প্রথম টেস্টে ইংল্যান্ডকে জয় এনে দেওয়া চতুর্থ ইনিংসের দুর্দান্ত সেঞ্চুরিতে রুট পেয়েছিলেন ৩৯ রেটিং পয়েন্ট। তাতে ৮৮২ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ে কেন উইলিয়ামসন, স্টিভেন স্মিথকে টপকে উঠে এসেছিলেন দ্বিতীয় স্থানে।  লাবুশেনের সঙ্গে দূরত্ব ছিল স্রেফ ১০ রেটিং পয়েন্টের।


আরো পড়ুন

লিচই ইংল্যান্ডের সেরা স্পিনার, বিশ্বাস লায়নের

২ ঘন্টা আগে
জ্যাক লিচ ও নাথান লায়ন

এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে রুট খেলেন ১৭৬ রানের ইনিংস। তাতেই ছাড়িয়ে যান ল্যাবুশেনেকে। রুটের রেটিং পয়েন্ট এখন ৮৯৭, লাবুশেনের ৮৯২। চলতি সিরিজে আরও একটি টেস্ট বাকি থাকায় রুটের সামনে সুযোগ শীর্ষস্থান মজবুত করার।


রুট শীর্ষে ফিরলেও বাকি স্থানগুলো অপরিবর্তিতই আছে। তিনে স্মিথ, চারে বাবর আজম, পাঁচে উইলিয়ামসন। এক সময়ের এক নম্বর বিরাট কোহলি এখন আছেন দশে। এছাড়া ট্রেন্ট ব্রিজে অবিশ্বাস্য জয়ের নায়ক জনি বেয়ারস্টো উন্নতি করেছেন ১৩ ধাপ।


৭৭ বলে সেঞ্চুরি ছুঁয়ে ৭ ছক্কায় ৯২ বলে ১৩৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়া ইংলিশ ব্যাটসম্যান এখন ৩৯তম স্থানে। স্বাগতিকদের রেকর্ড গড়া জয়ের পার্শ্বনায়ক অধিনায়ক বেন স্টোকস খেলেন ৭৫ রানের অপরাজিত ইনিংস। পাঁচ ধাপ এগিয়ে তার অবস্থান এখন ২২তম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball