ইতিহাস গড়ে টেস্ট জিতেও ২ পয়েন্ট হারালেন স্টোকসরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লিচই ইংল্যান্ডের সেরা স্পিনার, বিশ্বাস লায়নের

২ ঘন্টা আগে
জ্যাক লিচ ও নাথান লায়ন

ট্রেন্ট ব্রিজে রূপকথার মতোই এক জয় পেয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার একদিন পর দুঃসংবাদ পেয়েছে তারা। নটিংহামে ধীর গতির ওভার রেটের কারণে ইংলিশদের জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


পঞ্চম দিনে নির্দিষ্ট সময়ে দুই ওভার পিছিয়ে ছিল ইংল্যান্ড। এরফলে তাদের একদশের সকল খেলোয়াড়দের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে ইংল্যান্ডের দুই পয়েন্ট কেটে নেয়া হয়েছে।


promotional_ad

বুধবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, 'ইংল্যান্ড নির্দিষ্ট সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে দুই ওভার কম বোলিং করায় আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারির রিচি রিচার্ডসন এই রায় দিয়েছেন।'


মূলত আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী ইংলিশ ক্রিকেটারদের জরিমানা করা হয়েছে। যেখানে স্পষ্টতই বলা আছে, প্রত্যেক ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হবে।


আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ন্যূনতম ওভার-রেট সম্পর্কিত আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রত্যেক ওভার কম করার জন্য সেই দলের খেলোয়াড়দের প্রত্যেকের ম্যাচ ফি এর ২০ শতাংশ জরিমানা করা হয়।'


আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শর্তাবলীর ১৬.১১.২ ধারায় বলা আছে, প্রত্যেক ওভার পিছিয়ে থাকার জন্য দলের এক পয়েন্ট কাটা যাবে। আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শর্তাবলীর ১৬.১১.২ ধারা অনুযায়ী, একটি দলকে প্রতি ওভার কম বোলিং (নির্দিষ্ট সময়ে) করার জন্য এক পয়েন্ট জরিমানা করা হয়। ফলস্বরূপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের মোট পয়েন্ট থেকে দুই পয়েন্ট কেটে নেয়া হয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball