মিডল অর্ডার ব্যাটারদের দায় দেখছেন পান্ত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গিলের কাছে সিরিজ ড্র করাই বড় অর্জন হবে
২ ঘন্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে ভালো শুরুর পরও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় শেষটা ঠিকমতো হচ্ছে না ভারতের। তৃতীয় টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের বিপক্ষে ৪৮ রানের জয়ের পর তাই মিডল অর্ডার ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ঋষভ পান্ত।
তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে প্রথম ১০ ওভারে এক উইকেটে ৯৭ রান তুলেছিল ভারত। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় ১৭৯ রানে। এর ফলে বোলারদের কাজটা কঠিন হয়ে গিয়েছে। এই জায়গায় নিজেদের উন্নতির সুযোগ দেখছেন ভারতের অধিনায়ক পান্ত।

তিনি বলেছেন, ‘দল ভালো শুরু পাওয়ার পর নতুন ব্যাটার নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করা বেশ কঠিন। আমরা (মিডল অর্ডারে) প্রচুর উইকেট হারিয়ে ফেলেছি। পরের ম্যাচে এই জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমরা যাতে আরও বেশি রান তুলতে পারি, তা পরের ম্যাচে আমাদের নিশ্চিত করতে হবে।’
পান্ত মনে করেন তারা লক্ষ্যের চেয়ে ১৫ রানের মতো কম করেছিলেন। তবে বোলারদের দারুণ নৈপুণ্যে জয় নিজে মাঠ ছেড়েছে ভারত। এ প্রসঙ্গে পান্ত বলেন, ‘(প্রথম ইনিংসের পর) আমাদের মনে হয়েছিল যে ১৫ রান কম উঠেছে। তবে সেটা নিয়ে বেশি ভাবছিলাম না। বোলাররা আজ দারুণ খেলেছে।’
প্রথম দুই ম্যাচ হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভারত। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারাকেই ব্যর্থতার কারণ বলে মনে করেন পান্ত। যদিও তৃতীয় ম্যাচে নিজেদের সার্বিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতীয় অধিনায়ক।
তার ভাষ্য, ‘আমার মনে হয়েছিল, আমরা যেটা পরিকল্পনা করছিলাম, সেটা মাঠে কার্যকর করতে পারছিলাম না। আজ আমাদের ব্যাটার ও বোলাররা একেবারে নিখুঁতভাবে সেই পরিকল্পনা কার্যকর করেছে।’
স্পিনারদের প্রশংসা করে পান্ত বলেন, ‘ভারতে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঝের ওভারগুলিতে তারা ব্যাটারদের আটকানোর চেষ্টা করে। উইকেট নেওয়ার চেষ্টা করে। তাই ভালো খেলার জন্য তাদের উপর চাপ থাকবে। তবে স্পিনারদের পরিকল্পনা যখন কাজে আসে, তখন ম্যাচের ফলাফল এরকম হয়।’