আকমলকে আয়নায় মুখ দেখতে বললেন আর্থার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে নিয়ে কড়া সমালোচনা করেছেন উমর আকমল। এই উইকেটরক্ষক ব্যাটার তার ক্যারিয়ার শেষ হওয়ার পেছনে এই কোচকে দায়ী করেছেন।
সেই সঙ্গে নিজেকে পাকিস্তানের সবচেয়ে বঞ্চিত ক্রিকেটারদের একজন বলে দাবি করেছেন তিনি। তা সঙ্গে এমন আচরণের পরও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চুপ থাকায় বিস্মিত হয়েছেন উমর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার সঙ্গে মিকি আর্থারের ব্যক্তিগত শত্রুতা ছিল। কিন্তু সেই সময় টিম ম্যানেজমেন্ট আমার পাশে দাঁড়ায়নি এবং তারা এই বিষয়ে এখনও চুপ।'
'যাই হোক মিকি আর্থার এরপর স্বীকার করেছে সে আমার সঙ্গে বাজে ব্যবহার করেছে। আমি পাকিস্তানের এমন একজন ক্রিকেটার যে প্রতিটি ধাপে বাধাগ্রস্থ হয়েছি।'
উমরের এমন মন্তব্যের পর ক্ষিপ্ত হয়েছেন আর্থারও। তিনি উমরের মন্তব্যের বিপরীতে একটি টুইটে লিখেছেন, 'উমর আয়নায় নিজের মুখ দেখো।'
উমর বরাবরই বিভিন্ন মন্তব্য করে আলোচনায় থাকেন। ২০১৮ সালে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিক্সিং করে এক বছরের জন্য নিষিদ্ধও হয়েছিলেন। উমর সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৯ সালের অক্টোবরে।