promotional_ad

শ্রীলঙ্কা বিপজ্জনক দল: ফিঞ্চ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস

২৩ মে ২৫
ফাইল ছবি

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল এখন শ্রীলঙ্কায়। আসন্ন এই সিরিজে তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে সফরকারীরা। সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ শ্রীলঙ্কাকে বিপজ্জনক দল আখ্যা দিয়েছেন।


শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বশেষ বেশ কয়েকটি সিরিজ হয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টপ অর্ডার ব্যাটারদের কারণে লঙ্কানদের এই দলটিকে সমীহ করছেন ফিঞ্চ। তিনি বিশেষ করে টপ অর্ডার ব্যাটার কুসল মেন্ডিস, ও অলরাউন্ডার হাসারাঙ্গার কথা উল্লেখ্য করেছেন।


promotional_ad

তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের কয়েকটি সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তারা খুবই বিপজ্জনক দল। আপনি যদি তাদের বর্তমান টপ অর্ডারের দিকে তাকান তাহলে দেখবেন কুসল আছে, যে নিজের দিনে যেকোনো দলকে ব্যাকফুটে ঠেলে দিতে পারে। বিশেষ করে বলতে হবে ওয়ানিন্দু হাসারাঙ্গার কথা, যে গেল কয়েক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ পারফর্ম করছে।’


আরো পড়ুন

ডেথ বোলিংয়ে উন্নতি করে তাসকিন-নাহিদদের বিশ্বমানের বানাতে চান টেইট

২৪ মে ২৫
ক্রিকফ্রেঞ্জিকে লম্বা সময় ধরে সাক্ষাৎকার দিয়েছেন শন টেইট

শ্রীলঙ্কায় চলছে অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়। এর ফলে দেশটিতে সিরিজ আয়োজন নিয়েই শঙ্কা দেখা দিয়েছিল। অবশ্য ফিঞ্চ জানিয়েছেন সফরের জন্য শ্রীলঙ্কা দারুণ একটি জায়গা। দেশটির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার এই কোচ।


তিনি বলেছেন, ‘সফর করার জন্য শ্রীলঙ্কা খুবই সুন্দর একটি জায়গা। এখানে তারা যে পরিমাণ আতিথেয়তা দেয়, যে পরিমাণ বন্ধু ভাবাপন্ন আচরণ করে সেটা অবিশ্বাস্য। তাছাড়া ক্রিকেটের প্রতি এখানকার মানুষের ভালোবাসাও অবিশ্বাস্য।’


মঙ্গলবার শুরু হচ্ছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুন। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ১৪ জুন। সিরিজের বাকি চার ওয়ানডে যথাক্রমে ১৬, ১৯, ২১, ২৪ জুন। আর ২৯ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে সাদা পোশাকের লড়াই। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৮ জুলাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball