ভারতের হয়ে আরও তিন বছর খেলতে চান ধাওয়ান

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘জাকের যে ক্যাচ মিস করেছে ওইটাই গেম চেঞ্জিং মোমেন্ট’

৫৬ মিনিট আগে
জাকের আলী অনিক, এসিসি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মৌসুমের পর মৌসুম পারফর্ম করছেন শিখর ধাওয়ান। এবারের আসরেও ব্যাট হাতে রান পেয়েছেন বাঁহাতি এই ওপেনার। ১৩ ম্যাচে ৩৮.২৭ গড়ে করেছেন ৪২১  রান। আইপিএলে নিয়মিত পারফর্ম করলেও ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ব্রাত্য ধাওয়ান। 


সর্বশেষ আসরে ব্যাট হাতে পারফর্ম করলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি তিনি। তবে তাতে হতাশ হচ্ছেন না ভারতের এই ওপেনার। বরং নির্বাচকদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে অন্তত আরও তিন বছর খেলে যেতে চান ধাওয়ান। 


promotional_ad

এ প্রসঙ্গে ধাওয়ান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা (নির্বাচকরা) ভেবেছিলেন বাকিরা আমার থেকে বেশি ভালো এবং সেটা নিয়ে কোনো সমস্যা নেই। নির্বাচকরা যাই সিদ্ধান্ত নিক না কেন, আমি সেটাকে সম্মান করি। সব কিছু মেনে নিয়েই পারফর্ম করে যেতে হবে।’


‘আমার হাতে যা আছে সেটাই আমি নিয়ন্ত্রণ করতে পারি, পারফর্ম করতে পারি। আমি অন্তত আরও তিন বছর খেলব। গত কয়েক বছর ধরে ভালই পারফর্ম করছি এবং আমি আশাবাদী যে আমার পারফরম্যান্সের ভিত্তিতে ভবিষ্যতে আরও মাইলফলক স্পর্শ করব।’


আইপিএলের পরই ভারতের মাটিতে খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা। যেখানে বেশ কজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাতে প্রোটিয়াদের বিপক্ষে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে ধাওয়ানকে। ওয়ানডেতে ধাওয়ানকে বিবেচনা করা হলেও বাঁহাতি এই ব্যাটার মনে করেন, তিনি টি-টোয়েন্টিতেও অবদান রাখতে পারবেন।


ধাওয়ান বলেন, ‘আমি (ওয়ানডে) দলের সদস্য হলেও, আমার মতে অভিজ্ঞতার মাধ্যমে সংক্ষিপ্ত (টি-টোয়েন্টি) ফরম্যাটেও আমি অবদান রাখতে পারব। আমি টি-টোয়েন্টিতে তো ভালোই খেলছি। আমায় যা ভূমিকা দেওয়া হয়েছে আমি তা সফলভাবে পালন করেছি। যে ফরম্যাটে খেলি না কেন, তা আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট, আমি ধারাবাহিকতা বজায় রেখেছি এবং সবটা উপভোগও করেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball