ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের খোলনলচে বদলাতে চান ম্যাককালাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের পেস বোলিং কোচ হচ্ছেন সাউদি
১ মে ২৫
ব্রেন্ডন ম্যাককালামের মারকাটারি ক্রিকেট দর্শনে নজর দিলে মনে হবে, সাদা বলের ক্রিকেটে কোচিং করিয়েই তুলনামূলক বেশি সফল হবেন তিনি। যদিও কোচিং করানোর জন্য সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক বেছে নিয়েছেন ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটকে। দায়িত্ব পেয়েই ম্যাককালাম জানালেন, কেন তিনি ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটেই বেশি আগ্রহী।
২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। সেই বিশ্বকাপের অনেক আগে থেকেই দারুণ ছন্দে ছিল ইয়ন মরগানের দল। ব্যাটে বলে রীতিমতো রাজত্ব করে গেছে দলটি। বর্তমান সময়েও যথেষ্ট ছন্দে আছে ইংল্যান্ড।

অপরদিকে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের পুরোপুরিই ভিন্ন চিত্র। শেষ ১৭ ম্যাচের মধ্যে কেবল একটি ম্যাচে জয় পেয়েছে তারা। এই ব্যর্থতায় নেতৃত্ব ছাড়েন জো রুট। অধিনায়কত্ব সামলানোর দায়িত্ব পান বেন স্টোকস। আত্মবিশ্বাসের তলানিতে থাকা দলটিকে কক্ষপথে ফেরাতে চান ম্যাককালাম।
সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড
১ ঘন্টা আগে
তিনি বলেন, 'আমার মনে হয় যদি কিছুর জন্য জীবন পরিবর্তন করতে হয়, তাহলে সেটা হতে হবে এমন কিছু, যা কিছুটা অস্বস্তিকর এবং সহজে করা যায় না এমন। এই মুহূর্তে যে দলটি আত্মবিশ্বাসের তলানিতে আছে, তাদের নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। লম্বা সময়ের জন্য এমন কিছু তৈরি করা যা টেকসই ও সফল। যেখানে এমন চ্যালেঞ্জ আছে সেই কাজটি করা।'
একই সাথে ম্যাককালাম জানান ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের দায়িত্ব না নেয়ার কারণও। শেষবারের বিশ্বকাপজয়ী এই দলটির উত্থানের পেছনে মরগানকেই পুরোপুরি কৃতিত্ব দেন তিনি। তার মতে, মরগান যে কাঠামোতে দলকে সাজিয়েছেন তাতে করে নিকট ভবিষ্যতেও দাপটের সঙ্গে খেলবে ইংল্যান্ড।
ম্যাককালাম আরও বলেন, 'আমি দুটি ভূমিকার দিকেই দেখেছি। সাদা বলের দলের দায়িত্বটির প্রতি আগ্রহ তেমন ছিল না। কারণ দলটি এখন দারুণ করছে। তারা বিশ্বের সেরা দলগুলোর একটি। ওই দলে আমার খুব ভালো বন্ধু মরগান আছে। আমি জানি, ভালো একটি কাঠামো ও নীতিমালা সে তৈরি করেছে। এমনকি তার অবসরের পরও সাদা বলে ইংল্যান্ড দল ভালোভাবেই এগিয়ে যাবে। সত্যি বলতে এমন সহজ কাজটির প্রতি আমি আগ্রহী ছিলাম না।'