ইংল্যান্ডের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে আছেন গিবসনও

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কলকাতার নতুন সহকারী কোচ গিবসন
৮ মার্চ ২৫
ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার দৌড়ে আছেন রিকি পন্টিং, মাহেলা জয়াবর্ধনেরা। এবার এই দৌড়ে যুক্ত হলো ওটিস গিবসনের নাম। ইংলিশ গণমাধ্যমগুলোর প্রকাশিত খবর থেকে জানা গেছে, দ্রুতই ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মুখোমুখি হবেন গিবসন।
এর আগেও ইংল্যান্ডকে কোচিং করিয়েছেন গিবসন। ২০০৭ থেকে ২০১০ সাল এবং ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুই মেয়াদে ইংল্যান্ডের ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করেন গিবসন।

সম্প্রতি ইসিবির নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন রব কি। ক্রিস সিলভারউডের উত্তরসূরি খুঁজে নিতে ইতোমধ্যেই উঠেপড়ে লেগেছেন তিনি। ইতোমধ্যে গিবসনের সঙ্গে নাকি যোগাযোগও করেছেন রব।
বশিরের ঘূর্ণিতে চার দিনের ম্যাচ তিন দিনেই জিতল ইংল্যান্ড
২ ঘন্টা আগে
কোচ হিসেবে গিবসনের অভিজ্ঞতা দারুণ। সাম্প্রতিক সময়ে তিন বছরের চুক্তিতে ইয়র্কশায়ারের কোচিং সামলাচ্ছেন এই ক্যারিবিয়ান কোচ। এর আগে বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ হিসেবে দুই বছর কর্মরত ছিলেন তিনি।
এছাড়াও ৫৩ বছর বয়সী গিবসন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজেও কোচের ভূমিকায় কাজ করে গেছেন। তার অভিজ্ঞতা কাজে লাগাতে তাই মুখিয়ে আছে ইংল্যান্ড।
এদিকে কয়েকদিন আগেই ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন জো রুট। নতুন অধিনায়কের দায়িত্ব কাকে দেয়া হবে এ নিয়েও চিন্তা-ভাবনা চলছে ইসিবির কর্মকর্তাদের মাঝে।