আমরা স্পিনই সামলাতে পারলাম না, এটাই দুঃখ: সুজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে এসব কখনোই কাম্য নয়: মিঠুন

৩ ঘন্টা আগে
মোহাম্মদ মিঠুন, ক্রিকফ্রেঞ্জি

পুরো দক্ষিণ আফ্রিকা সিরিজে স্পিনারদের বিপক্ষে খাবি খেয়েছে বাংলাদেশের ব্যাটাররা। ডারবান টেস্টের পর পোর্ট এলিজাবেথ টেস্টেও কেশব মহারাজ-সাইমন হার্মাররা ভুগিয়েছে বাংলাদেশকে। এটা একেবারেই মেনে নিতে পারছেন না খালেদ মাহমুদ সুজন।


উপমহাদেশের যেকোনো দলের ব্যাটাররাই স্পিন আক্রমণের বিপক্ষে তুলনামূলক স্বাচ্ছন্দ্যে খেলে থাকেন। বাংলাদেশও নিজেদের মাটিতে স্পিন বান্ধব উইকেটেই বেশি খেলে থাকে। কিন্তু তবুও মহারাজ-হার্মারদের বিপক্ষে নতজানুই থাকতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের।


promotional_ad

ডারবানে প্রথম টেস্টে বাংলাদেশের হারানো ২০ উইকেটের মধ্যে ১৪ উইকেটই নেয় দক্ষিণ আফ্রিকার স্পিনাররা। দ্বিতীয় টেস্টে এখন পর্যন্ত ১৩ উইকেট পড়েছে বাংলাদেশের। যার মধ্যে ৮ উইকেটই নিয়েছেন প্রোটিয়া স্পিনাররা।


এ নিয়ে আফসোস করে সুজন বলেন, 'নিউজিল্যান্ডে না হয় ভালো না খেলার কারণ ছিল, সেখানে পেস বোলিংয়ের বিপক্ষে খেলা কঠিন। এখানে আমরা স্পিনকেই সামলাতে পারলাম না। এটাই আমার বেশি দুঃখ। আমরা মনে করি স্পিনে আমরা ভালো খেলি।'


'আমাদের স্পিনাররাও ওদের বেশি বিপাকে ফেলতে পারেনি। হ্যাঁ, তাইজুল ৫ উইকেট নিয়েছে। মিরাজ ভালো ???ল করেছে। কিন্তু মহারাজরা যেমন আমাদের ব্যাটারদের বিপদে ফেলেছে, আমাদের স্পিনাররা এভাবে বিপদে ফেলতে পারেনি।'


আইপিএলের কারণে দক্ষিণ আফ্রিকা দলে নেই কাগিসো রাবাদা, অনরিখ নরকিয়াদের মতো বোলাররা। আরও কয়েকজন মূল সারির ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলছে প্রোটিয়ারা। এমন দলের বিপক্ষে জিততে না পেরে আফসোস করছেন সুজন।


তিনি বলেন, ‘অবশ্যই বড় সুযোগ হাতছাড়া করেছে। তবে আমি বলব না দক্ষিণ আফ্রিকার এই দলটা ভালো নয়। তাদের অনেক ভালো কিছু খেলোয়াড় আছে। তারা স্পিন খুব ভালোভাবে সামলেছে। আমরা আশা করেছিলাম টেস্ট সিরিজে আরও ভালো করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball