বাংলাদেশ সিরিজ দিয়ে শ্রীলঙ্কার দায়িত্ব নেবেন সিলভারউড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখল বাংলাদেশ
২০ ঘন্টা আগে
শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ক্রিস সিলভারউড। ইংল্যান্ড এই সাবেক পেসারের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নিজের কাজ শুরু করবেন এই ইংলিশ কোচ। আগামী মে মাসেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে লঙ্কানদের।

নতুন এই দায়িত্ব নিয়ে সিলভারউড বলেছেন, 'আমি শ্রীলঙ্কার সঙ্গে যোগ দিতে পেরে দারুণ আনন্দিত। আমি কলম্বোতে যেতে এবং দায়িত্ব শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। আমি খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে মিলিত হতে উন্মুখ হয়ে আছি।'
এর আগে গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন তিনি। সর্বশেষ অ্যাশেজে ৪-০ ব্যবধানে হারের পর সিলভারউডের দায়িত্ব ছাড়া ছিল সময়ের ব্যাপার মাত্র।
তিনি ২০১৯ সালে ট্রেভর বেলিসের দায়িত্ব ছাড়ার পর ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে তিনি স্থলাভিষিক্ত হয়েছিলেন। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন মিকি আর্থার।
তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর লঙ্কান বোর্ড আর মেয়াদ বাড়াতে রাজি হয়নি। যদিও আর্থার নিজের দায়িত্ব চালিয়ে যেতে বেশ আগ্রহী ছিলেন।