বেশি ম্যাচ খেলতেই কোলপাকে গিয়েছিলেন হার্মার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চার উইকেট নিয়ে বাংলাদেশকে একাই কাবু করে ফেলেছেন প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার। কোলপাক ফেরত এই ক্রিকেটার ২০ ওভার করে সাতটি মেডেনসহ রান দিয়েছেন মাত্র ৪২। ডারবান টেস্টের দ্বিতীয় দিন শেষে অসাধারণ পারফরম্যান্সে আলোচিত হার্মার জানালেন, বেশি ম্যাচ খেলার সুযোগের সন্ধানে কোলপাক চুক্তিতে গিয়েছিলেন তিনি।
২০১৫ সালে শেষবার দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন হার্মার। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পরও নানান কারণে জাতীয় দলে আর সুযোগ পাওয়া হয়নি তার। এক পর্যায়ে ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার কথা ভেবে কোলপাক চুক্তিতে যান তিনি।
ডারবান টেস্টের দ্বিতীয় দিন শেষে কোলপাকে যাওয়া প্রসঙ্গে বলেন, 'কোলপাকে যাওয়ার কারণ ছিল আমার। আমি সবার হয়ে কথা বলছি না, তবে আমি ম্যাচ খেলার সুযোগের জন্যই কোলপাকে গিয়েছিলাম। সবাই যে পরিমাণ বাজে কথার শিকার হয়েছিল, আমার ক্ষেত্রেও তাই হয়েছিল।'

'দিন শেষে আমার কাছে উইকেট নেয়া, পারফরম্যান্স এবং ম্যাচ জেতা- এসবই প্রাধান্য পেয়েছে। আমি এসব জিনিসটি অর্জন করতে চেয়েছি। অথচ এখন এমন প্রশ্নও হয়, আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য আমি ফিট কিনা।'
২০১৪ সালে টেস্ট অভিষেক হওয়া এ ক্রিকেটার প্রোটিয়াদের হয়ে চলমান ম্যাচসহ খেলা ছয় ম্যাচে ২৪টি উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সাতশ'র বেশি উইকেট আছে তার। ২০১৫ সালের পর এবারই প্রথম জাতীয় দলে ফিরলেন তিনি।
কোলপাক চুক্তিতে গিয়ে আবারও দক্ষিণ আফ্রিকা দলে ফিরে আসা তৃতীয় ক্রিকেটার হলেন হার্মার। এর আগে ওয়ানডে দিয়ে জাতীয় দলে ফিরেন ওয়েইন পার্নেল ও টেস্ট দিয়ে ডুয়েন অলিভিয়ের।
হার্মারের দারুণ বোলিংয়ে সুবিধাজনক অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে চার উইকেটে ৯৮ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা থেকে সফরকারীরা এখনও ২৬৯ রানে পিছিয়ে।