promotional_ad

হেডের কাছেই হারল পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

করোনা আক্রান্ত হেড, খেলবেন না লক্ষ্ণৌর বিপক্ষে

১৯ মে ২৫
করোনা আক্রান্ত ট্রাভিস হেড, ফাইল ফটো

বিশ্রাম দেয়ায় সংক্ষিপ্ত ফরম্যাটের দলে নেই ডেভিড ওয়ার্নার। বাঁহাতি এই ওপেনারের জায়গায় প্রায় সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন ট্রাভিস হেড। এত লম্বা সময় পর সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ভুলেননি বাঁহাতি এই ব্যাটার। ব্যাট হাতে ঝড়ো সেঞ্চুরির পর বল হাতে দুই উইকেট নিয়ে পাকিস্তানকে একাই গুঁড়িয়ে দিয়েছেন হেড। তাতে লাহোরে অ্যারন ফিঞ্চের দল জয় পেয়েছে ৮৮ রানে।


৩১৪ রানের বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই ফখর জামানকে হারায় পাকিস্তান। শেন অ্যাবটের স্লোয়ার বলে মিড অন দিয়ে তুলে মারতে গিয়ে হেডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিন চারে ১৮ বলে ১৮ রান করা ফখর। এরপর অবশ্য দারুণ এক জুটি গড়ে তোলেন ইমাম উল হক এবং বাবর আজম।


promotional_ad

টেস্টের পর ওয়ানডে সিরিজেও দারুণ ব্যাটিং করছেন ইমাম উল। এদিকে ব্যক্তিগত ১৫ রানের সময় দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ৪ হাজারি ক্লাবে প্রবেশ করেন বাবর। ৮২ ইনিংসে ৪ হাজার রান পূর্ণ করেন পাকিস্তানের অধিনায়ক। 


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

৩ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

ইমাম উল হক শুরু থেকে দারুণ ব্যাটিং করলেও বাঁহাতি এই ওপেনারের আগে হাফ সেঞ্চুরি তুলে নেন বাবর। ৬৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর অবশ্য সাজঘরে ফিরতে হয়েছে। মিচেল সোয়েপসনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৫৭ রানে ফিরতে হয় ডানহাতি এই ব্যাটারকে। যদিও রিভিউ নিয়েছিলেন বাবর। তবে শেষরক্ষা হয়নি পাকিস্তানের অধিনায়কের।


বাবরের বিদায়ের পর হাফ সেঞ্চুরির দেখা পান ইমাম উল হক। তিন চার এবং এক ছক্কায় ৫৭ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার। ইমাম উল হক এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। তাতে ৯২ বলে সেঞ্চুরি করলেও পাকিস্তানকে জেতাতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। অ্যাডাম জাম্পার চার উইকেটে পাকিস্তান অল আউট হয় ২২৫ রানে। 


এর আগে ব্যাটিং করতে নেমে ৩১৩ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেছেন হেড। এ ছাড়া বেন ম্যাকডরমট ৫৫ এবং শেষ দিকে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে এসেছে ৩০ বলে ৪০ রান। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হারিস রউফ এবং জাহিদ মেহমুদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball