পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন স্মিথ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
১২ মার্চ ২৫
পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ম্যাচগুলো থেকে ছিটকে গেলেন স্টিভ স্মিথ। বাম হাতের কনুইয়ে পুরোনো ইনজুরির কারণে খেলা হচ্ছে না এই ব্যাটারের। তার জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন স্পিনার মিচেল সোয়েপসন।
যদিও স্মিথের ইনজুরি গুরুতর কিছু নয়, তবে পরবর্তী দেড় বছরের ব্যস্ত সূচির কথা বিবেচনায় রেখে এই মুহূর্তে তাকে বিশ্রাম দেয়াটাই শ্রেয় মনে করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান তিনটি ওয়ানডে খেলবে আগামী ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল।
সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৫ এপ্রিল। অর্থাৎ, আট দিনের মধ্যে চারটি ম্যাচ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এমন ব্যস্ত সূচিতে থাকা ম্যাচগুলো খেললে বাম হাতের অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে উঠতে পারে স্মিথের।

তিনি বলেন, 'পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে না পেরে খারাপ লাগছে। মেডিক্যাল স্টাফদের সঙ্গে আমি কথা বলেছি। বুঝতে পারলাম যে আমার এই মুহূর্তে বিরতি দরকার। যদিও এমন ইনজুরি গুরুতর কিছু নয়।'
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
১০ ঘন্টা আগে
স্মিথের ইনজুরি প্রসঙ্গে সিএ'র প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, 'পরবর্তী ১৮ মাসে আমাদের অনেকগুলো খেলা আছে। তার কনুইয়ে ব্যাথা আছে আগেই থেকেই। তাই টেস্ট সিরিজ শেষেই তার ঘরে ফেরা জরুরি।'
'স্মিথের বদলি হিসেবে আমরা কোনো ব্যাটারের নাম ঘোষণা করিনি, কেননা দলে ব্যাটার আছে। তাই আমরা স্পিনার মিচেল সোয়েপসনকে সংযুক্ত করেছি।'
টেস্ট সিরিজ শেষ হয়ে যাওয়াতে আজই (২৬ মার্চ) দেশে ফেরার কথা রয়েছে স্মিথের। এদিকে এই সিরিজে বিশ্রামে থাকছেন অস্ট্রেলিয়ার নিয়মিত ফাস্ট বোলাররা। প্যাট কামিন্স ও জস হ্যাজেলউড এই সময়ে আইপিএলে খেলবেন।
মিচেল স্টার্ক টানা ক্রিকেটের ক্লান্তির জন্য বিশ্রাম নেবেন। আরেক পেসার কেন রিচার্ডসন অবশ্য আগেই হ্যামেস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেছেন। তার জায়গায় স্কোয়াডে ডাক পান বাঁহাতি পেসার বেন ডোয়ারসুইস। রিচার্ডসনের বদলি হিসেবে সুযোগ পাওয়া ডোয়ারসুইসের এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি।