চাই আরামে থাকতে, নির্ভার থাকতে, খেলাটা উপভোগ করতে: সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই জাদেজার চেয়ে সাকিব এগিয়ে: মঈন
২০ সেপ্টেম্বর ২৫
এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো শারীরিক ও মানসিক অবস্থায় নেই। এমন অবস্থায় ক্রিকেট খেললে দলের জন্য ক্ষতিকর ও দেশের সঙ্গে গাদ্দারি করা হবে। কদিন আগে ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে এমনটা জানিয়েছিলেন সাকিব আল হাসান।
বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারের এমন বক্তব্যের পর পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনার অন্ত ছিল না। সমর্থক থেকে বিসিবির কর্মকর্তা, এমনকি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও মত্ত ছিলেন সাকিবের সমালোচনায়।

শেষ পর্যন্ত ফোনালাপের জের ধরে দক্ষিণ আফ্রিকা সফরসহ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে ছুটি দিয়েছিল বিসিবি। দুবাই থেকে ফিরে আগামী এক বছরের পরিকল্পনা নিয়ে বিসিবির সঙ্গে আলোচনায় বসেন সাকিব। সেই আলোচনা শেষে জানা যায়, ছুটি বাতিল করে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে এসব কখনোই কাম্য নয়: মিঠুন
৩ ঘন্টা আগে
মানসিক বিপর্যস্ততা কাটিয়ে উঠতে সব আলোচনা-সমালোচনা শেষে দক্ষিণ আফ্রিকার সৌন্দর্য্যে নিজেকে সতেজ করতে প্রোটিয়া সফরের বিমান ধরেন তিনি। কদিন আগে মানসিকভাবে বিধ্বস্ত থাকা সাকিব বনে গেছেন প্রোটিয়াদের বিপক্ষে প্রথম জয়ের নায়ক।
জোহানেসবার্গে বাংলাদেশকে হাতছানি দিচ্ছে সিরিজ জয়ের। এমনটা অবিশ্বাস্য লাগছে কিনা, এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হলে সাকিব জানান, ক্যারিয়ারের এমন পর্যায়ে এসে এসব স্পর্শ করে না। সেই সঙ্গে নির্ভার থেকে খেলাটা উপভোগ করতে চান তিনি।
প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আসলে ক্যারিয়ারের এ জায়গায় এসে এখন আর এগুলো আমাকে খুব বেশি স্পর্শ করে না। কোনো কিছুই অবিশ্বাস্য লাগে না। এখন যে জায়গায় আছি, আমি চাই খেলাটা উপভোগ করতে। সময়টা ভালোভাবে কাটাতে।’
‘কোনো কিছু নিয়েই খুব বেশি উদ্বিগ্ন হওয়ার আর সময় নেই। জীবনে অনেক বেশি টেনশন নিয়েছি, অনেক চাপ নিয়েছি; এখন আর ওই জিনিসটা চাই না। এখন চাই আরামে থাকতে, নির্ভার থাকতে, খেলাটা উপভোগ করতে...যত বেশি পারি।’