চাই আরামে থাকতে, নির্ভার থাকতে, খেলাটা উপভোগ করতে: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই জাদেজার চেয়ে সাকিব এগিয়ে: মঈন

২০ সেপ্টেম্বর ২৫
রবীন্দ্র জাদেজা (বামে), সাকিব আল হাসান (ডানে), ফাইল ফটো

এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো শারীরিক ও মানসিক অবস্থায় নেই। এমন অবস্থায় ক্রিকেট খেললে দলের জন্য ক্ষতিকর ও দেশের সঙ্গে গাদ্দারি করা হবে। কদিন আগে ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে এমনটা জানিয়েছিলেন সাকিব আল হাসান।


বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারের এমন বক্তব্যের পর পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনার অন্ত ছিল না। সমর্থক থেকে বিসিবির কর্মকর্তা, এমনকি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও মত্ত ছিলেন সাকিবের সমালোচনায়। 


promotional_ad

শেষ পর্যন্ত ফোনালাপের জের ধরে দক্ষিণ আফ্রিকা সফরসহ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে ছুটি দিয়েছিল বিসিবি। দুবাই থেকে ফিরে আগামী এক বছরের পরিকল্পনা নিয়ে বিসিবির সঙ্গে আলোচনায় বসেন সাকিব। সেই আলোচনা শেষে জানা যায়, ছুটি বাতিল করে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।


আরো পড়ুন

বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে এসব কখনোই কাম্য নয়: মিঠুন

৩ ঘন্টা আগে
মোহাম্মদ মিঠুন, ক্রিকফ্রেঞ্জি

মানসিক বিপর্যস্ততা কাটিয়ে উঠতে সব আলোচনা-সমালোচনা শেষে দক্ষিণ আফ্রিকার সৌন্দর্য্যে নিজেকে সতেজ করতে প্রোটিয়া সফরের বিমান ধরেন তিনি। কদিন আগে মানসিকভাবে বিধ্বস্ত থাকা সাকিব বনে গেছেন প্রোটিয়াদের বিপক্ষে প্রথম জয়ের নায়ক।


জোহানেসবার্গে বাংলাদেশকে হাতছানি দিচ্ছে সিরিজ জয়ের। এমনটা অবিশ্বাস্য লাগছে কিনা, এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হলে সাকিব জানান, ক্যারিয়ারের এমন পর্যায়ে এসে এসব স্পর্শ করে না। সেই সঙ্গে নির্ভার থেকে খেলাটা উপভোগ করতে চান তিনি।


প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আসলে ক্যারিয়ারের এ জায়গায় এসে এখন আর এগুলো আমাকে খুব বেশি স্পর্শ করে না। কোনো কিছুই অবিশ্বাস্য লাগে না। এখন যে জায়গায় আছি, আমি চাই খেলাটা উপভোগ করতে। সময়টা ভালোভাবে কাটাতে।’


‘কোনো কিছু নিয়েই খুব বেশি উদ্বিগ্ন হওয়ার আর সময় নেই। জীবনে অনেক বেশি টেনশন নিয়েছি, অনেক চাপ নিয়েছি; এখন আর ওই জিনিসটা চাই না। এখন চাই আরামে থাকতে, নির্ভার থাকতে, খেলাটা উপভোগ করতে...যত বেশি পারি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball